নগরির খানজাহান আলী থানাধীন আটরা গিলাতলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে করোনা আতংকের মধ্যেও চলছে শেখ সিমেন্ট কোম্পানির উৎপাদনের কাজ । কোন প্রকার নিয়মনিতি তোয়াক্কা না করে এ প্রতিষ্ঠান টি এ এলাকায় চালু হওয়ার সময় থেকে এখন পযর্ন্ত রয়েছে নানা আলোচনা সমলোচনা। মাযেমধ্যে ভ্রাম্যমান আদালত ও পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে জরিমানা করলেও তারা তাদের কার্যক্রম ঠিকই চালিয়ে যাচ্ছে । তবে এবার সে সব আলোচনা কে ছাড়িয়ে গেছে। খোদ করোনা ভিতরেও জোর করে শ্রমিকদের কাজ করতে বাধ্য করছে তাছাড়া দেশের ভিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন ট্রাক আসে এখানে লোড আনলোড করছে । আর ট্রাক এর ড্রাইভার, হেলপাররা বিশেষ প্রয়োজনে চলে যাচ্ছেন মহল্লার অলিগলিতে দোকানপাটে এতে করে এ এলাকার জনসাধারন চরম যুকির মধ্যে রয়েছে । স্থানিয় বাসিন্দা মোঃ রাজ্জাক আলি বলেন আমরা ঘর থেকে বের হয়না করোনা কারনে কিন্তূ শেখ সিমেন্ট কোম্পানি যে ভাবে মালামাল ধুলা ওড়িয়ে নিয়ে যাচ্ছে তাতে আর বেশি সময় লাগবেনা এ এলাকায় করোনা ভাইরাস ছড়াতে স্থানিয় অপর বাসিন্দা বিমল চন্দ্র বলেন সিমেন্ট কোম্পানি যখন চলে পুরা এলাকায় ধুলা ওড়তে থাকে এতে করে বাতাসের সাথে জিবানু ছড়িয়ে পড়তে পারে অতিদ্রত এ ব্যাপরে পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি এ ব্যাপারে জানতে চায়লে প্রতিষ্ঠান টির ম্যাে নজার কুন্ড বাবু বলেন আমরা শিল্প পুলিশের সাথে যোগাযোগ রক্ষা করে প্রতিষ্ঠান চালাচ্ছি । ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভিন সুলতানা বলেন ঔষধ শিল্প বাদে সকল প্রকার শিল্প প্রতিষ্ঠান বন্দ রাখার নির্দেশনা রয়েছে বিষয়টি আমি খোজ খবর নিয়ে দেখছি এবং এ ব্যাপারে প্রয়োজনিয় ব্যাবস্থা গ্রহন করা হবে ।