পাকিস্তানে গত মাসে প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণ বেড়েছে। আর এতে স্বল্প এবং মধ্যম সময়ের জন্য ডলারের বিপরীতে রুপি শক্তিশালী হয়েছে। স্টেট ব্যাংক অব পাকিস্তানের প্রতিবেদনে বলা হয়েছে, মার্চে প্রবাসী আয় ৯.৩ শতাংশ বেড়ে মোট ১৮৯ কোটি ডলারে পৌঁছায়। গত বছর একই সময়ে দেশটিতে প্রবাসী আয়ের পরিমাণ ছিল ১৭৯ কোটি ডলার। এ ছাড়া, দেশটিতে চলতি বছরের ফেব্রুয়ারি মাসের প্রবাসী আয়ের তুলনায় মার্চের আয় বেড়েছে ৩.৮ শতাংশ। চলতি মাসের প্রথম ১০ দিনে এ আয় তুলনামূলক ভাবে কম হলেও পাকিস্তানের শীর্ষস্থানীয় ব্যাংকের বৈদেশিক আয় বিভাগের প্রধান এ ক্ষেত্রে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, পবিত্র রমজানের ১০ থেকে ১৫ দিন আগে পাকিস্তানে ঐতিহ্যগত ভাবে প্রবাসী আয় ১৫ থেকে ২০ শতাংশ বাড়ে। তিনি বলেন, চলতি মাসের শেষ নাগাদ পবিত্র রমজান শুরু হতে চলেছে পাশাপাশি যদি বিশ্বের স্বাস্থ্যখাতের উন্নতি ঘটে তবে দেশটির প্রবাসী আয় হয়ত আবার বাড়বে। পাকিস্তানের এক কোটি ১০ লাখ প্রবাসী শ্রমিকের মধ্যে বেশির ভাগই মধ্যপ্রাচ্যে কর্মরত রয়েছেন। প্রবাসী এ কর্মী বাহিনীর প্রায় ৫০ শতাংশই সৌদি আরবের শ্রম বাজারে তৎপর রয়েছেন।