বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের মাসিক মাটিজুরা বার্তার প্রতিস্টাতা ও মোক্তার আলী ফাউন্ডেশনের চেয়ারম্যন আলহাজ্ব মোক্তার আলীর উদৌগে মহামারি করোনা ভাইরাস এর জন্য কর্মজীবী অসহায় মানুষের কর্মহীন ৫০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। জাতীর এই দুর্রদিনে কর্মহীন অসহায় মানুষের মাঝে তিনির এ রকম উদৌগ সত্যি ই প্রশংসশনীয়। তিনি সমাজের বিত্তবান মানুষের কাছে আকুল আবেদন জানান এই সব খেটে খাওয়া দরিদ্র মানুষের কল্যানে এগিয়ে আসার জন্যে। আলহাজ্ব মোক্তার আলীর এই কার্যক্রম সর্বদা সচেষ্ট থাকবে বলে তিনি জানান। তিনি মহামারী করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য সকলের নিকট দোয়া কামনা করেন, মহান রাব্বেকারীম যেন সবাইকে নিজগুনে মাফ করেন।