করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন থাকায় সবচেয়ে বিপাকে পড়া নিম্ন আয়ের শ্রমজীবীরা। কর্মহীন, অসহায়, গরীব ও দুস্থ, শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন ঘিলাছড়া ইউনিয় পরিষদের ২ নং মোমিনছড়া ওয়ার্ডের ইউপি সদস্য কয়ছর আহমদ।
১১ এপ্রিল রোজ শনিবার উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মোমিনছড়া চা-বাগান এলাকায় কর্মহীন শ্রমিকদের মধ্যে নিজ উদ্যোগে চাল বিতরণ করেন তিনি । বিতরণকালে সাথে ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ রুকুনুজ্জামান চৌধুরী।
এসময় ইউপি সদস্য কয়ছর আহমদ , বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার মানুষজনকে বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে নিষেধ করেছে। তাই অসহায় ও হতদরিদ্র মানুষজন খাদ্য সংকটে দিন কাটাচ্ছে। তাদের কষ্ট কিছুটা লাঘবের জন্য ব্যক্তিগত উদ্যোগে এই ক্ষুদ্র প্রয়াস। দেশরত্ন শেখ হাসিনা বলেছেন ‘সততাই শক্তি, মানবতাই মুক্তি’। তাই জাতির এমন ক্রান্তিলগ্নে মানবতার কাজে সকলে এগিয়ে আসা উচিৎ।
উক্ত চাল, চা শ্রমিকদের ঘরে ঘরে পৌঁছে দিতে স্বেচ্ছায় সহযোগীতা করেন খোকন গোয়ালা , পঞ্চায়েত সেক্রেটারি সিন্টু মৃধা, পঞ্চায়েত কমিটির অর্থ সম্পাদক মাসুক মিয়া, সাগর মৃধা। প্রমুখ