হলিবিডি প্রতিনিধিঃ জামালপুরে এক নার্সসহ আরও দুই জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় চার জন করোনা রোগী শনাক্ত হলো। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন জামালপুরের ডেপুটি সিভিল সার্জন ডা. কে এম শফিকুজ্জামান। তিনি জানান, জামালপুর জেলার ২৩ জনের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় তাদের জানানো হয়েছে মেলান্দহ উপজেলার ভাবকী গ্রামের ২৩ বছর বয়সের এক যুবক ও বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫৬ বছর বয়সী সিনিয়র এক নার্স এর শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। তাদের দুইজনকে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হবে। এরআগে মেলান্দহের বীর ঘোষেরপাড়ায় এক যুবক ও মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক ফার্মাসিস্ট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে থাকা ওই দুইজনের অবস্থা অনেক উন্নতি হয়েছে বলেও জানান জামালপুরের ডেপুটি সিভিল সার্জন