খুলনা মেডিকেল কলেজ এর মাইক্রোবায়োলজি বিভাগে কোভিড-১৯ বা করোনা ভাইরাস সনাক্তের জন্য গত চারদিকে মোট ১০৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে যার সবগুলো ফলই নেগেটিভ এসেছে বলে জানা গেছে। ফলে খুলনাসহ আশেপাশের জেলায় এখন পর্যন্ত করোনা রোগী সনাক্ত হয়নি। সংশ্লিস্ট সূত্রে জানা যায়, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলায় মাইক্রোবায়োলজি বিভাহে কোভিড-১৯ পরীক্ষঅ শুরু হয়েছে গত বুধবার (৮ এপ্রিল)। এরপর গত চার দিনে ১০৫টি নমুনা পরীক্ষা করতে পেরেছ চিকিৎসকরা। প্রথমদিনে ১২টি, দ্বিতীয় দিনে ২২টি, তৃতীয় দিনে ৩৪টি এবং চতুর্থ দিনে ৩৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সবগুলো ফলই নেগেটিভ আসছে। খুলনা মেডিকেল কলেজে পিসিআর (পলিমারজ চেইন রিঅ্যাকশন) মেশিনের মাধ্যমে করোনা শনাক্তের পরীক্ষা শুরু হয় গত সোমবার। খুলনা মেডিকেল কলেজ সূত্রে জানা যায়, স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া পিসিআর খুলনা মেডিকেল কলেজের তৃতীয় তলার মাইক্রোবায়োলজি বিভাগে স্থাপন করা হয় মাইক্রোবায়োলোজি বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ শাহনাজ পারভীন এর নেতৃত্বে সহকারী অধ্যাপক ডাঃ এসএম তুষার আলমসহ ১৫ জনের একটি টিম পরীক্ষা নীরিক্ষার এ কাজ করছে। যে কেউ চাইলেই নিজে নিজে এসেই পরীক্ষা করিয়ে নিতে পারবেন না। এ জন্য লক্ষণ নিয়ে হাসপাতালের ফ্লু কর্নারে ভর্তির পর বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। পিসিআর মেশিনের মাধ্যমে শনাক্ত হলেই কেবল ওই রোগীকে ভর্তি করা হবে। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের আইসোলেশনে রাখা হবে ডায়াবেটিক হাসপাতালে। খুলনা ডায়াবেটিক হাসপাতালে স্থাপিত খুমেক হাসপাতালের (খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল) আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে। আইসোলেশন ওয়ার্ডের জন্য প্রশিক্ষণ প্রাপ্ত চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মচারীরা শনিবার থেকে ডিউটি শুরু করেছেন