করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বালাগঞ্জের আজিজপুর বাজারের তামিম ম্যানশন-এর স্বত্বাধিকারী পশ্চিম গৌরীপুরের সাবেক ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান নিজ মার্কেটের সবকটি দোকানের চলতি মাসের ভাড়া মওকুফ করে দিলেন।
লুৎফুর রহমান বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের তান্ডবে মানুষেরা যখন দিশেহারা।ভাইরাস সংক্রমন প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে হচ্ছে।
এই মহাদূর্যোগে সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠন যখন দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে, ঠিক সেই মুহুর্তে সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে, আমি আমার মালিকানাধীন তামিম ম্যানশনের সব দোকানের চলতি মাসের ভাড়া মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরও বলেন, দেশের এই মহাদূর্যোগে সরকারের পাশাপাশি এলাকার বিত্তবান ব্যক্তিগণ নিজ নিজ অবস্থান থেকে গরিব- অসহায় মানুষদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত।