এমরান আহমেদ (ফেঞ্চুগঞ্জ) সিলেটঃঃ
করোনাভাইরাসের প্রতিরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটি থাকায় সবচেয়ে বিপাকে পড়া নিম্ন আয়ের শ্রমজীবী কর্মহীন, অসহায়, গরীব ও দুস্থ, শ্রমিক মানুষের পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগ। এরই প্রেক্ষিতে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে উপজেলার ৫ টি ইউনিয়নের কর্মহীন পরিবারের মাঝে এ উপহার সামগ্রী প্রদান করবেন নেতৃবৃন্দরা।
ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনেদ আহমদ, সহ-সভাপতি মেহরাব হোসেন জুনেল, সাধারন সম্পাদক এ এম ফারহান সাদিক, ছাত্রলীগ নেতা মিজানুর রহমান রাহাত আহমদ, রাজন আহমদ, নাহিয়ান সাদিক, ইমন আহমদ, আসিফ আহমদ এর উদ্যোগে ১১ এপ্রিল শনিবার উপজেলার ৫ টি ইউনিয়নের কর্মহীন পরিবারের মধ্যে এ উপহার সামগ্রী প্রদান করা হবে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনেদ আহমদ বলেন, জনকল্যান মূলক কাজে অবদান রাখা, বিপদকালে মানুষের কাছে থেকে সহয়তা করা আমাদের পারিবারিক ঐতিহ্য। বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতির চর্চা, জনবান্ধব কর্মসূচী ও মানুষের অধিকার নিয়ে সোচ্চার আন্দোলন, আপদকালীন নিরবিচ্ছিন্নভাবে মানুষের পাশে থেকে আজকের দিনে আমাদের চাওয়া হল, মানুষ যেন করোনার ভয়াবহতার কথা মাথায় রেখে যার যার ঘরে অবস্থান করে। খাদ্য সংকটের কথা বিবেচনায় জননেত্রী শেখ হাসিনা নিম্ম আয়ের মানুষের ঘরে ঘরে খাদ্য পৌঁছানোর কর্মসূচী ঘোষনা করেছেন, অনেকেই ব্যক্তিগত ও সাংগঠনিকভাবে এগিয়ে এসেছেন। যাতে অন্তত দুবেলা দুমুঠো ডালভাত খেয়ে হলেও করোনার ভয়াল থাবা থেকে মুক্ত থাকা যায়।
উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেহরাব হোসেন জুনেল বলেন, দেশের যেকোন ক্রান্তিলগ্নে ছাত্রলীগ মানুষের পাশে থাকে। তারই ধারাবাহিকতায় আমরা উপজেলা ছাত্রলীগ আমাদের দায়িত্বশীলতা ও দায়বদ্ধতাকে মাথায় রেখে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই ছাত্রলীগ এভাবেই গণমানুষের পাশে দাঁড়াবে এবং এ কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান, তিনি আরও বলেন আমরা উপহার সামগ্রী প্রদানকালে গ্রহীতার কোনরকমের ছবি ক্যামেরা বন্দী করবনা বর্তমানে যে বা যাহারা এই উপহার সামগ্রী নিচ্ছেন তারা আসলে প্রকৃতপক্ষে কোন ভিক্ষুক নায় তারা বর্তমান পরিস্থিতির শিকার তাই আমরা গ্রহীতার কোন রকমের ছবি না তুলে উপহার সামগ্রী তাদের হাতে তুলে দেবো।
সাধারন সম্পাদক এ এম ফারহান সাদিক, বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার মানুষজনকে বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে নিষেধ করেছে। তাই অসহায় ও হতদরিদ্র মানুষজন খাদ্য সংকটে দিন কাটাচ্ছে। তাদের কষ্ট কিছুটা লাঘবের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। দেশরত্ন শেখ হাসিনা বলেছেন ‘সততাই শক্তি, মানবতাই মুক্তি’। তাই জাতির এমন ক্রান্তিলগ্নে মানবতার উপস্থিতি সকল নেতা কর্মীদের মাঝে থাকা উচিত বলে মনে করেন তিনি।