আল্লামা মুফতি মর্তুজা হোসাইন কুলাউড়ি (রহ.)-এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছে হলিবিডি ২৪ডটকম।
হলিবিডি ২৪ডটকম প্রধান উপদেষ্টা বিশিষ্ট আইনজীবি সমাজসেবক আওয়ামীলীগ নেতা কাউন্সিলর এডভোকেট ছালেহ আহমদ সেলিম. বিশিষ্ট আইনজীবি হলিবিডি উপদেষ্টা এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, হলিবিডি উপদেষ্টা সরকারি ইউনানি মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল সার্জারি বিভাগের প্রভাষক ডাঃ আক্তার হোসেন,হলিবিডি সম্পাদক ও প্রকাশক ও পরিচালক রেজওয়ান আহমদ, হলিবিডি প্রধান সম্পাদক ও পরিচালক এইচ, এম, ইসলাম, হলিবিডি পরিচালক সৈয়দ সুমন মিয়া,হলিবিডি পরিচালক আরাফাত হোসেন, বার্তা সম্পাদক এমরান আহমদ,৷ ব্যবস্হাপনা সম্পাদক আব্দুল আলী দেওয়ান আব্দুল্লাহ,
সহ ব্যবস্হাপনা সম্পাদক আমির হোসেন,
সাহিত্য সম্পাদক কবি সোহেল রানা,
বিভাগীয় সম্পাদক আমিনুর ইসলাম দিদার এক যুক্ত বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্নার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানান।
তিনি ছিলেন দ্বীনি শিক্ষার প্রচার-প্রসারে আজীবন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন। তাহার জীবন তিনি বাতিলের বিরুদ্ধে এক বলিষ্ঠ কন্ঠস্বর। তাঁর ছিল একটি বর্ণাঢ্য ইসলামি শিক্ষা ও দ্বীনি খেদমতের কাজে এক দ্বায়ী নাইবে নবি। জীবনভর তিনি ইসলাম ও দ্বীনি শিক্ষা বিস্তার লক্ষ্যে কাজ করেছেন। তার ইন্তিকালে জাতি একজন অভিভাবক হারালো। এ শূন্যতা পূরণ হবার নয়।
আল্লাহ মরহুমকে জান্নাতবাসী করুন। আল্লাহুম্মা আমীন।