রেজওয়ান আহমদ :: বিশিষ্ট আলেমেদ্বীন, বাংলাদেশের প্রাচীন ইসলামী বিদ্যাপীঠ আল জামিয়া ইসলামিয়া দারুলউলুম দেউল গ্রাম মাদ্রাসা সাবেক মুহাদ্দিস ও জামেয়া মাদানীয়া কাজীর বাজার মাদ্রাসা সাবেক মুহাদ্দিস ও জামিয়া ইসলামিয়া দারুসসালাম খাসদবীর মাদ্রাসা ও লন্ডন মসজিদে ইমাম ও খতিব শায়খুল হাদীস আল্লামা মর্তুজা হোসাইন সাবেক (রহ.) আজ বৃহস্পতিবার (৯ মার্চ) ৬.৪০ মিনিটে সময়ে লন্ডনে একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। আজ জানাজার নামাজ লন্ডন শেষে হযরতকে লন্ডন গোরস্থানে তাঁকে দাফন করা হয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৯এপ্রিল) সকাল ৬.৪০ মিনিটে শায়খুল হাদীস আল্লামা মর্তুজা হোসাইন লন্ডন ওয়ালসল মেনর হাসপাতালে ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি আনুমানিক ১৯৪৫ সালে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানায় জন্মগ্রহন করেন।
আল্লামা মর্তুজা হোসাইন কুলাউড়ী দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি মেয়ে ও পুত্র সন্তানের জনক।
আজ সকাল থেকে শায়খে কুলাউড়ি হুজুরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আলেম সমাজে শোকের ছায়া নেমে আসে। বর্ষিয়ান আলেমেদ্বীন, ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন – আল জামেয়া ইসলামিয়া দারুলউলুম দেউল গ্রাম মাদ্রাসা মহা পরিচালক সিলেট জেলার অন্যতম বুজুর্গ শেখ আল্লামা আব্দুল মুছাব্বির সাহেব দাঃ বাঃ. জামেয়া শাইখুল হাদীস মাওলানা মঈনুদ্দিন কাসেমী.জামিয়ার নাইবে মুহতামীম মাওলানা হেলাল আহমদ. সহকারী শাইখুল হাদীস মাওলানা আব্দুর রহমান কাসেমী.মুহাদ্দিস মাওলানা আব্দুল আউয়াল.শিক্ষা সচিব মাওলানা কামরুল হক্ক, মুহাদ্দিস মুফতি মাওলানা আশরাফুল হক্কের. মাওলানা মুহাম্মাদ হোসাইন, মাওলানা মুফতি আজমল হোসাইন.মাওলানা আলী আহমদ ্ মাদ্রাসাতুল হাসনাইনের শিক্ষা সচিব মাওলানা মাশহুদ আহমদ, ,সাপ্তাহিক ইউনানির উপ সম্পাদক, হলিবিডি টুয়েন্টিফোর ডটকমের পরিচালক ও সম্পাদক ও প্রকাশক বিশিষ্ট সাংবাদিক রেজওয়ান আহমদ, হলিবিডি পরিচালক আরাফাত হোসেন, প্রমুখ।
শোকবার্তায় তাহারা বলেন, শায়খ কুলাউড়া রহ. দেশের একজন শীর্ষ অালেম ও প্রখ্যাত হাদিছ বিশারদ ছিলেন। তাঁর যোগ্যতা ও দক্ষতা তাঁকে সম্মান ও মর্যাদার সর্বোচ্চ আসনে সমাসীন করেছিল। তাঁর ইন্তেকালে দেশ একজন ইসলামী ব্যক্তিত্ব, একজন কুরআন ও হাদীসের জ্ঞান বিতরণকারীকে হারালো। একজন দায়ী ইলাল্লাহকে হারিয়ে আমরা শোকাহত। আমরা এ মহান আলেমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। মহান রব্বুল আলামীন তাঁকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন।
আল্লাহ তা’আলা হুজুরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। শোক সন্তপ্ত পরিবার, আত্মীয় স্বজন ও প্রিয়ভাজন শাগরিদদেরকে সবরে জামিল আতা ফরমান। আমীন।