মোঃ আব্দুল আলী দেওয়ান (আব্দুল্লাহ)- চাঁদপুর প্রতিনিধি ::
“শান্তি ও হকের পথে আমরা সর্বদা নিয়োজিত” স্লোগান নিয়ে ২০১৯ সালের প্রতিষ্ঠিত হিলফুল ফুজুল ইসলামি যুব সংঘ এগিয়ে যাচ্ছে উন্নয়ন মুলক কর্মকান্ডকে সামনে রেখে।
একই সাথে পবিত্র ইসলামের সু-মহান আদর্শ, নৈতিকতা, দুস্থ্যদের সাহায্য, অসহায়দের সহযোগিতা, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার, ন্যায়ের সাথে কর্মকান্ড পরিচালনা করে অতি দ্রুত সুন্দর ভাবে সামনে এগুচ্ছে।
সংঘঠনটির সদস্য ও গুরুত্বপূর্ন পদে দায়িত্বরতরা তাদের সৎ কাজের দ্বারা নিজ এলাকার গন্ডি পেরিয়ে অন্যান্য স্থানেও অনেক পরিচিতি লাভ করেছে।
তারা তাদের নিজ নিজ অর্থায়নে সর্বদা প্রস্তুত থাকে যে কোন ভাল কাজের জন্য। এমনকি যেখানে অন্যায় ও অসামাজিক কার্যকলাপ হবে সেখানে তারা স্ব-শরীরে উপস্থিত হয়ে তা বাঁধা প্রদানের জন্যও প্রস্তুত থাকে এবং তা নির্মুল করার জন্য সদা জাগ্রত।
বর্তমানে করোনা ভাইরাসের মত মহামারী ও দুরারোগ্য ব্যাধি জনমনে ও জনজীবনে বয়ে বেড়াচ্ছে এতটি ভয়ানক আতঙ্ক। এমনকি জীবন নাশও করছে অতি দ্রুত। যার ফলে আজ সারা বিশ্বের মানুষরা হতাশাগ্রস্থ্য ও জীবন নাশের সঙ্কায় ভুগছে।
আমাদের বাংলাদেশ এতটি গরীব দেশ তাই আমাদের দেশেও চলছে লক ডাউন ও নানা প্রকার সমস্যা। যার ফলে অসহায় মানুষগুলো আরো অসহায়ত্ব অনুবভ করছে।
তারা পরিবার নিয়ে পরেছে বিপর্যয়ে ও অনেক বিপদে। তাই সংঘঠনটি তাদের আশে পাশের পরিচিত ও বেশী সমস্যায় জর্জরিত এমনকি যারা অন্যের কাছে হাত পেতে কিছু চাইতে লজ্বা বোধ করে কিন্তু কস্ট পোহাচ্ছে এমন মানুষদের তালিকা তৈরী করে প্রয়োজনীয় খাদ্য ও পন্য সামগ্রী বিতরনের উদ্যোগ গ্রহন করেছে।
যার প্রতিফলন গত রাতে সদস্যরা পায়ে হেটে নিজ তালিকা অনুযায়ী ত্রান নিয়ে দুয়ারে পৌছে দিয়ে আসেন। যাতে করে কেউ (প্রতিবেশী) যানতে না পারে এবং গ্রহন কারিরা চক্ষু লজ্জায় না পরে।
সংঘঠনের সকল সদস্যদের দাবি তাদের এই উদ্যোগ যদিও বিপদ গ্রস্থ্যদের বিপদ নিরশন করা সম্পূর্ন ভাবে সম্ভবনা হলেও তাদের দেখা দেখি অন্যান্য সংঘঠন ও বিত্তশালীরা এগিয়ে আসার অনুপ্রেরনা পাবে।
এছাড়াও তারা বলেন, তাদের নিজ নিজ পকেটের অর্থ ব্যায় করে দুস্থ্যদের মাঝে কিছু পন্য ও খাদ্য দিতে পেরে অনেক আনন্দ অনুভব করছে।
বিশেষ করে প্রধান উপদেস্টা ও প্রতিষ্ঠাতা জনাব হযরত মাওলানা মুফতি আমির হোসাইন লাকসামীর অনুপ্রেরনায় উজ্জিবিত হয়ে সকল সদস্যরা যার যার সাধ্য মত সাহায্য সহযোগিতা করে মহৎ কাজটি সম্পাদন করে।
সৌজন্যেঃ হিলফুল ফুজুল ইসলামি যুব সংঘের সকল সদস্যবৃন্দ।