মোঃ আব্দুল আলী দেওয়ান (আব্দুল্লাহ)- চাঁদপুর প্রতিনিধি :: মতলব দক্ষিনে লক ডাউন ও সকল প্রকার আইনি কড়া হুশিয়ারী থাকার পরও নানাহ গ্রাম্য বাজার, লোকায় পুর্ণ থাকা স্থানগুলো, চায়ের দোকানে আড্ডা, দোকানের ঝাপ বন্ধ করে নিজেদের খাম খেয়ালী চলমান রাখার বিষয়ে প্রায়ই সচেতন মহল ও সচেতন যুবকরা উপজেলা নির্বাহি অফিসার কিংবা মতলব দক্ষিন থাকানে অবগত করান যাতে এদের বিরুদ্ধে জরুরী ব্যাবস্থা নেয় এবং নিজ নিজজ এলিকাগুলোকে নিরাপদ রাখতে সাহায্য করেন। কিন্তু আইনের সঠিক প্রয়োগ থাকলেও তারা জনগন থেকে কম থাকার কারনে দেশ, জনগন, সমাজ ও মহল্লার নিরাপত্তার জন্য সকলের সতঃস্ফূর্ত সাহায্য কামনা করেছেন। যার ফলে তিনি কিছু গুরুত্বপূর্ন বানী নানাহ সামাজিক যোগাযোগ মাদ্যমে প্রচার করতেছেন এবং এতে করে সচেতনতা মুলক পদক্ষেপ শুরু হয়ে গেছে।
উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা হক’র গুরুত্বপূর্ন কথাগুলো সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হল:-
যারা বিভিন্ন গ্রাম/মহল্লা থেকে আমাদের ফোন করে চলেছেন, স্যার এখানে চায়ের দোকান খোলা, আড্ডা হচ্ছে, আমরা যাচ্ছি, জরিমানা করছি, আবার খোলা হচ্ছে। এভাবে আর কত লুকোচুরি খেলা! এখন আপনাদের নিজেদের রক্ষা করার সময় এসেছে, দায়িত্ব নেয়ার সময় এসেছে। সকলেই গ্রামভিত্তিক টিম গঠন করুন।নিজেদের গ্রামটিকে আপনারা করোনা ভাইরাস থেকে রক্ষা করুন। আমাদের সাথে লুকোচুরি খেলা বন্ধ করে তারা যেন ঘরে থাকতে বাধ্য হয়, এই ব্যবস্থা করুন। গ্রামের প্রবেশ মোড়ে তল্লাশি চৌকি বসান। কে আসছে, কে যাচ্ছে, কোন প্রয়োজনে বাইরে যাচ্ছে, তা জানুন। কারো করোনার উপসর্গ দেখা যাচ্ছে কিনা, অসুস্থ্য হয়েছে কিনা আমাদেরকে জানান। কেউ অসুস্থ্য হয়ে থাকলে তিনি এবং তার পরিবার যাতে আইসোলেশনে থাকে, তা নিশ্চিত করুন।
তিনি আরো যানান, আপনারা নিজেদের নিরাপত্তা বজায় রেখে গ্রামভিত্তিক কমিটি গঠন করুন এবং নিজের গ্রামের নিরাপত্তা নিশ্চিত করুন।
গ্রাম কমিটি গঠনপূর্বক উক্ত কমিটি [email protected] এই মেইলে প্রেরণ করুন অথবা এই পোস্টের কমেন্ট এ দিন। সকল সদস্যের নাম, ঠিকানা, মোবাইল নং, পেশা সহ উল্লেখ করুন। উল্লেখ্য যে, কমিটিতে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, এনজিও কর্মী, সাংবাদিক, স্বাস্থ্যকর্মী, পরিবার পরিকল্পনা কর্মী, জনপ্রতিনিধিগণ, রাজনৈতিক ব্যক্তিগণ থাকতে পারেন। আপনাদের যত রকমের সহযোগিতা দরকার, সব সহযোগিতা দিতে আমরা উপজেলা প্রশাসন প্রস্তুত আছি।
ফাহমিদা হক
উপজেলা নির্বাহী অফিসার
মতলব দক্ষিন- চাঁদপুর
প্রতি আহ্বান
মোঃ আব্দুল আলী দেওয়ান (আব্দুল্লাহ)- চাঁদপুর প্রতিনিধিঃ মতলব দক্ষিনে লক ডাউন ও সকল প্রকার আইনি কড়া হুশিয়ারী থাকার পরও নানাহ গ্রাম্য বাজার, লোকায় পুর্ণ থাকা স্থানগুলো, চায়ের দোকানে আড্ডা, দোকানের ঝাপ বন্ধ করে নিজেদের খাম খেয়ালী চলমান রাখার বিষয়ে প্রায়ই সচেতন মহল ও সচেতন যুবকরা উপজেলা নির্বাহি অফিসার কিংবা মতলব দক্ষিন থাকানে অবগত করান যাতে এদের বিরুদ্ধে জরুরী ব্যাবস্থা নেয় এবং নিজ নিজজ এলিকাগুলোকে নিরাপদ রাখতে সাহায্য করেন। কিন্তু আইনের সঠিক প্রয়োগ থাকলেও তারা জনগন থেকে কম থাকার কারনে দেশ, জনগন, সমাজ ও মহল্লার নিরাপত্তার জন্য সকলের সতঃস্ফূর্ত সাহায্য কামনা করেছেন। যার ফলে তিনি কিছু গুরুত্বপূর্ন বানী নানাহ সামাজিক যোগাযোগ মাদ্যমে প্রচার করতেছেন এবং এতে করে সচেতনতা মুলক পদক্ষেপ শুরু হয়ে গেছে।
উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা হক’র গুরুত্বপূর্ন কথাগুলো সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হল:-
যারা বিভিন্ন গ্রাম/মহল্লা থেকে আমাদের ফোন করে চলেছেন, স্যার এখানে চায়ের দোকান খোলা, আড্ডা হচ্ছে, আমরা যাচ্ছি, জরিমানা করছি, আবার খোলা হচ্ছে। এভাবে আর কত লুকোচুরি খেলা! এখন আপনাদের নিজেদের রক্ষা করার সময় এসেছে, দায়িত্ব নেয়ার সময় এসেছে। সকলেই গ্রামভিত্তিক টিম গঠন করুন।নিজেদের গ্রামটিকে আপনারা করোনা ভাইরাস থেকে রক্ষা করুন। আমাদের সাথে লুকোচুরি খেলা বন্ধ করে তারা যেন ঘরে থাকতে বাধ্য হয়, এই ব্যবস্থা করুন। গ্রামের প্রবেশ মোড়ে তল্লাশি চৌকি বসান। কে আসছে, কে যাচ্ছে, কোন প্রয়োজনে বাইরে যাচ্ছে, তা জানুন। কারো করোনার উপসর্গ দেখা যাচ্ছে কিনা, অসুস্থ্য হয়েছে কিনা আমাদেরকে জানান। কেউ অসুস্থ্য হয়ে থাকলে তিনি এবং তার পরিবার যাতে আইসোলেশনে থাকে, তা নিশ্চিত করুন।
তিনি আরো যানান, আপনারা নিজেদের নিরাপত্তা বজায় রেখে গ্রামভিত্তিক কমিটি গঠন করুন এবং নিজের গ্রামের নিরাপত্তা নিশ্চিত করুন।
গ্রাম কমিটি গঠনপূর্বক উক্ত কমিটি [email protected] এই মেইলে প্রেরণ করুন অথবা এই পোস্টের কমেন্ট এ দিন। সকল সদস্যের নাম, ঠিকানা, মোবাইল নং, পেশা সহ উল্লেখ করুন। উল্লেখ্য যে, কমিটিতে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, এনজিও কর্মী, সাংবাদিক, স্বাস্থ্যকর্মী, পরিবার পরিকল্পনা কর্মী, জনপ্রতিনিধিগণ, রাজনৈতিক ব্যক্তিগণ থাকতে পারেন। আপনাদের যত রকমের সহযোগিতা দরকার, সব সহযোগিতা দিতে আমরা উপজেলা প্রশাসন প্রস্তুত আছি।
ফাহমিদা হক
উপজেলা নির্বাহী অফিসার
মতলব দক্ষিন- চাঁদপুর