ডেস্ক নিউজ :: করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও ৫ মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় ১৭ জনের মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর আগে ১২৩ জন আক্রান্ত ছিল। এ নিয়ে দেশে আক্রান্তে সংখ্যা ১৬৪ ।
মঙ্গলবার (৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে অনলাইন বিফিংয়ে এ তথ্য জানান রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। এসময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচলক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ উপস্থিত রয়েছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৭৯২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।