এমরান আহমেদ ফেঞ্চুগঞ্জঃঃ করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সিলেটের ফেঞ্চুগঞ্জে
সংকটকালীন সময়ে ফেঞ্চুগঞ্জ উপজেলা মহিলা
দলের আহবায়ক ও সমাজ উন্নয়নে অসামান্য অবদানে (নারী ও শিশু মন্ত্রণালয় কৃর্তক উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা ফেরদৌসী ইকবাল এর নিজ অর্থায়নে হতদরিদ্র দিনমজুর কর্মহীন ও অসচ্ছল পরিবারের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন
বৃহস্পতিবার ২ এপ্রিল দুপুরে সদর ইউনিয়নের একশত হতদরিদ্র পরিবারের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয় । এ সময় উদ্যোক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক মিয়া, ছাত্র সংগঠক ওলিউর রহমান, সুন্দর আলী, শিপলু মিয়া, পাপণ মিয়া সহ অন্যান্যরা।
এসময় ফেরদৌসী ইকবাল বলেন বর্তমান সময়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশের এ সংকটকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া অসচ্ছল মানুষের পাশে সকলকে নিজ নিজ অবস্থান থেকে সাধ্যানুযায়ী এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন