রেজওয়ান আহমদঃ শত বাঁধা বিপত্তি উপেক্ষা করে এই করুন দূর্যোগে চিকিৎসা পেশা চালিয়ে যাচ্ছেন DAMS;RMP চিকিৎসক ডাঃ হারুউর রশীদ ,হামজারবাগ, জনসেবা চালিয়ে যাচ্ছেন। তিনি করোনা ভাইরাস আক্রান্ত ভয় আতংকিত না হয়ে সাহসিকতার দৃষ্টান্তই পরিচয় দিয়ে যাচ্ছেন। ডাঃ হারুউর রশিদ বাংলাদেশের ক্রান্তিকালে করোনা ভাইরাস পরিস্থিতি কে মোকাবেলা করার জন্য ডাক্তার,নার্স ও স্বাস্থ্য কর্মীদের জন্য নিজ উদ্যােগে ঔষধ সরবরাহে মানব সেবায় নিয়োজিত থাকায় আমরা চট্টগ্রাম হাজার বাগ পাচলাইশবাসী চির কৃতজ্ঞ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে আমরা প্রাথমিক চিকিৎসকেরা আমাদের জীবন বাজী রেখে দেশের এই দূর্যোগ মুহুর্তে চিকিৎসা সেবা চালিয়ে যেতে প্রতিজ্ঞা বদ্ধ।আমরা প্রাথমিক চিকিৎসকেরা রাতদিন বাংলাদেশের ৬৮ হাজার গ্রামবাসীকে চিকিৎসা সেবা দিতে গিয়ে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি,তাই বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী,স্বাস্থমন্ত্রী এবং স্বাস্হঅধিদপ্তরের নিকট জোর দাবী জানাচ্ছি আমাদেরকে যেন নূন্যতম সম্মানটুকু যেন প্রদান করা হয়।দেশের যেকোন সংকট মুহুর্ত্বে আমাদের প্রাথমিক চিকিৎসকেরা এগিয়ে আসছে সবার আগে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় প্রাথমিক চিকিৎসকদের ভূমিকা সকলের জানা আছে,এরপর রোহিংগা যখন এদেশে আসে সর্বপ্রথম আমরাই তাহাদেরকে ফ্রী চিকিৎসা ও ঔষধ বিতরণ করে দেশকে সম্মানের আসনে প্রতিষ্টিত করি বিনিময়ে আমরা কখনও দেশের কাছে কিছু চাই নাই এখনও চাইনা শুধু আমাদের চাওয়া আমাদেরকে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়ার অনুমতি এই সম্মানটুকু পেলেই আমরা সরকারের হাতকে আরো শক্তিশালী এবং বেগবান করার চেষ্টা চালিয়ে যাব ইনশাল্লাহ। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করছি। ডাঃ মোঃ হারুন উর রশিদ।আর এম পি।সংগীত মোড়,হামজার বাগ, পাঁচলাইশ,চট্টগ্রাম।