এমরান আহমেদ (ফেঞ্চুগঞ্জ) সিলেটঃঃ মানবতার সেবার আরেক নাম কুশিয়ারা সোস্যাল ব্লাড ডোনেশন গ্রুপ, সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলা ও গোলাপগঞ্জ উপজেলা সহ বিভিন্ন এলাকার মানবতার সেবায় ছুটে চলা যুবকদের নিয়ে গঠিত এই কুশিয়ারা সোস্যাল ব্লাড ডোনেশন গ্রুপ স্থাপিত হয় ১ এপ্রিল ২০২০ ইংরেজি তারিখে,
স্বেচ্ছায় রক্তদান ও সমাজ সেবায় আমরা)
(স্বেচ্ছায় হোক রক্তদান_আমার রক্তে বাঁচুক প্রাণ)
এই স্লোগান দিয়েই তাদের যাত্র শুরু।
গ্রুপের প্রতিষ্ঠাতা মোঃ আইনুল ইসলাম বলেন কুশিয়ারা সোস্যাল ব্লাড ডোনেশন গ্রুপের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, এগিয়ে আসুন মানবতার সেবায়, বাড়িয়ে দিন সাহায্যের হাত অন্যের বিপদে আপনি সাহায্য করলে ইনশাআল্লাহ, আল্লাহ্ আপনার বিপদে সাহায্য করবেন। কুশিয়ারা সোস্যাল ব্লাড ডোনেশন গ্রুপ- এই গ্রুপটি শুধু স্বেচ্ছায় রক্তদাতা ও সমাজসেবকদের জন্য। “কুশিয়ারা সোস্যাল ব্লাড ডোনেশন গ্রুপ ” এর সার্বিক কার্যক্রমের অগ্রগতির জন্য এই গ্রুপ তৈরী করা হয়েছে। যাতে ফেসবুকের মাধ্যমে জনসাধারণকে রক্তদান ও রক্তদাতার গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং যাবতীয় সামাজিক বিষয় সম্পর্কে সচেতন করা যায়।
তিনি বলেন কুশিয়ারা সোস্যাল ব্লাড ডোনেশন গ্রুপ” এর মূল উদ্দেশ্য:- স্বেচ্ছায় রক্তদান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা। স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করা। স্বেচ্ছায় রক্তদাতার সন্ধান করা। যারা নিজ রক্তের গ্রুপ জানেনা তাদেরকে রক্তের গ্রুপ জানিয়ে দেয়া। রক্তদান সম্পর্কে যাবতীয় তথ্য জনসাধারণকে জানিয়ে দেয়া। স্বেচ্ছায় রক্তদাতা এবং রোগীর ( রক্ত গ্রহীতা) মধ্যে যোগাযোগ করিয়ে দেওয়া। আমরা নিজেরা কোন রক্ত সংগ্রহ ও মজুত করি না। রক্তদানের বিনিময়ে কোন প্রকার আর্থিক লেনদেন করি না। আমাদের রক্তদান ও কার্যক্রম সম্পূর্ণ স্বেচ্ছায়। যারা স্বেচ্ছায় রক্ত দিতে ইচ্ছুক তারা চাইলে রক্তের গ্রুপ, লোকেশন এবং যোগাযোগের নম্বর দিয়ে গ্রুপের রক্তদাতা ও সদস্য হতে পারেন যোগাযোগ নাম্বার 01717-793433 আইনুল ইসলাম।
তিনি আরও বলেন এপর্যন্ত কুশিয়ারা সোস্যাল ব্লাড ডোনেশন গ্রুপে যে- বা যারা স্বেচ্ছায় সদস্য হয়েছেন তারা হলেন ঃঃ আইনুল ইসলাম, হোসাইন আহমদ, আজির উদ্দিন, জাবের আহমদ, সাদিকুর রহমান, সাঈফ আহমেদ, রাজু আহমেদ, ইমরান আহমেদ, দিহান আহমদ, আসবার হোসেন সাদ্দাম, মারুফ আহমেদ, সিদ্দিকুর রহমান, আব্দুল কাইয়ুম রাজা, এস এ মামুন, হাসান আহমেদ, মাহবুবুর রহমান, রাহিম আহমদ , সাইদুল আহমদ , জাবের আহমদ, সাঈদ আহমদ, মাহিনুর রহমান, রাসেল আহমদ, এ আই মুন্না, সাব্বির আহমেদ
সহ আরো অনেক।