তাহিরপুর প্রতিনিধি : করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারা দেশের মতো সুনামগঞ্জেও সকল গুরুত্বপূর্ণ সড়কে বন্ধ রয়েছে যাত্রীবাহি যান চলাচল। যাত্রী না থাকায় রিকশা চালকরাও প্রায় বেকার। এ অবস্থায় দিন মজুর ও শ্রমিকদের সংসারে চলছে কিছুটা টানাপোরেন। দুঃসময়ে তাদের ঘরে খাবার পৌছে দেয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুনামগঞ্জের শ্রমজীবি এসব মানুষের জন্য দিয়েছেন খাদ্য সামগ্রী ও অর্থ বরাদ্দ। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাই জেলা শহরের রিকশা চালক পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। সোমবার এসব খাদ্য সামগ্রী জেলা শহরের কমরেড বরুণ রায় সড়ক সংলগ্ন সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে বিতরণ করাহয়। এসময় আলফাত উদ্দিন রিকশা শ্রমিক সংঘের সভাপতি অ্যাডভোকেট সালেহ আহমেদ, সাধারণ সম্পাদক সুবিমল চক্রবর্তী চন্দন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজুসহ অন্যান শ্রমিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ কে বলেন ‘ আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বরাদ্দকৃত খাদ্য ও অর্থ সহযোগিতা শ্রমজীবি মানুষের হাতে পৌছে দিচ্ছি, এই সংকটকালীন সময়ে সরকার অবশ্যই নিম্ন আয়ের মানুষের যে কোন সমস্যায় পাশে আছে, আমি সকলকে সচেতন থাকার পাশাপাশি ঘরে থাকার জন্য অনুরোধ করছি’।