হলিবিডি ডেস্কঃঃ দেশ যখন লকডাউন, আয়-রোজগার বন্ধ নি¤œ আয়ের মানুষের পাশে এগিয়ে নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট। নবীগঞ্জ উপজেলায় অবস্থানরত দুস্থ, দিনমুজর অসহায় হতদরিদ্র মানুষদের সাহাযার্থে খাদ্য সামগ্রী ৩১ মার্চ মঙ্গলবার নবীগঞ্জ উপজেলার আউশ কান্দি রহমানিয়া কমিউনিটি সেন্টার, ইনাতগঞ্জ বাজার, দিনারপুর কলেজ, অধ্যাপক ডা. এম এ খালেক স্মৃতি স্বাস্থ্য কেন্দ্র ও নবীগঞ্জ উপজেলা প্রাঙ্গনে অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সমিতির নেতৃবৃন্দ।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-১ নবীগঞ্জ-বাহুবলের সংসদ সদস্য শাহনেওয়াজ মিলাদ গাজী, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি ও নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ আবুল ফজল, ৫নং আউশ কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন, রোটারিয়ান হাজী শাহ মোস্তাকিন আলী প্রিন্স,আউশ কান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ছুহুল আমিন, শালিস ব্যক্তিত্ব বয়েত উল্লাহ, ডা. শাহ আজাদ আলী সুমন, ছালেহ আহমদ, আর্কিটেক্ট আফিকুল ইসলাম জুনেদ প্রমুখ। নেতৃবৃন্দরা বলেন, করোনাভাইরাসের কারণে সরকার ১০ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছেন এবং সবাইকে যার যার ঘরে অবস্থান করার জন্য অনুরোধ করেছেন। এই অবস্থায় হত দরিদ্র লোকেরা ঘরে বসে আছে এবং তাদের কোনো কাজকর্ম না থাকায় অনেকে খাদ্য সংকট দেখা দিয়েছে। আমরা নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের পক্ষ থেকে এই ক্ষুদ্র উদ্যোগ গ্রহণ করেছি আমরা আশা করব সমাজের বিত্তবান ব্যক্তিরা সবাই হতদরিদ্র মানুষের পাশে এসে দাড়াঁবেন এবং এই ক্রান্তিলগ্নে তাদের হাত প্রসারিত করে দিবেন। ৩৬০ জন গরীব হতদরিদ্র প্রত্যেককে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি পেয়াজ, ২কেজি আলু, ১ কেজি লবণ ও ১টি সাবান তুলে দেন অসহায়দের মাঝে। নেতৃবৃন্দরা নিজ হাতে গরীব অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করতে পেরে তারা খুব খুশি। নেতৃবৃন্দ জানান নবীগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নে এ কার্যক্রম অব্যাহত থাকবে।