ব্যুরো অফিস সুনামগঞ্জ :: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় যাদুকাটা নদীর,সেতুর কাজ শুরুতে ঝুঁকির মুখে পাইলিং। এলাকার সচেতন মহল জানান আওয়ামী লীগের একটি চক্র চাই রাতের আধারে পাইলিংগের গোড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ঝুঁকির মুখে রয়েছে ও তাদের বয়ে নাম প্রকাশ্যে অনিচ্ছুক। জাদুকাটা সেতু নিয়ে তাহিরপুর বাসীর অনেক স্বপ্ন রয়েছে এমন প্রশ্ন উঠেছে যে চক্রটি গিলে খাচ্ছে তাহিরপুর বাসির স্বপ্ন। মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় এই সেতুটি নির্মাণ করা হচ্ছে। তাহিরপুর উপজেলার মানুষ স্বপ্ন দেখছে একদিন এদিকে মহাসড়ক হবে, পর্যটনের বিকাশ ঘটবে, মানুষের কর্মসংস্থান হবে। কিন্তু বালুখেকো চক্র যেভাবে কোয়ারি করে অবৈধভাবে বালু কাটা শুরু করেছে তাতে তাহিরপুর বাসির মনে হচ্ছে এই সেতুটি টেকানো দায় হবে। ভদ্রবেশী এসব দানবেরা নদীর পাড় খেয়েছে, রাস্তাঘাট খেয়েছে, এবার তারা সেতুটি ও খাবে, কোনভাবেই যেন এদের থামানো যাচ্ছে না। সারা দেশজুড়ে মানুষ করোনাভাইরাস এর আতঙ্কে আতঙ্কিত আর এদের শুরু হয়েছে উৎসব। আগে দিনে রাতে কাটতো চক্রটি এখন প্রশাসনের ভয়ে দিনে কাটতে না পেরে দল বেঁধে রাতে কাটছে।
বছরের পর বছর কেটে যাচ্ছে আর ফুলে-ফেঁপে উঠছে তাদের ব্যাংক ব্যালেন্স।
অবৈধ ঐসব টাকার ভয়ে মুখ খুলছে না কেউ। মাননীয় প্রধানমন্ত্রী ও এলজিইডি কর্মকর্তা এবিষয়ে দৃষ্টির কার্যকর দাবিতে তাহিরপুর উপজেলাবাসীর।