হলিবিডি প্রতিনিধিঃঃ বাগেরহাটের চিতলমারীতে করোনা ভাইরাস ঠেকাতে ঘরবন্দি দরিদ্র পরিবারের মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। হতদরিদ্র ওইসব মানুষদের নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেছেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য ও বঙ্গবন্ধুর ভ্রাতুপুত্র শেখ হেলাল উদ্দীন। আর এসব খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম।
নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম বাগেরহাট২৪কে জানান, গত দু’দিন ধরে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের মানবিক সাহায্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হতদরিদ্রদের ঘরে ঘরে গিয়ে বিতরণ শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে এর অংশ হিসেবে বড়বাড়িয়া ও কলাতলা ইউনিয়নের ঘরবন্দি বেকার পরিবারের মাঝে এ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি তেল, এককেজি লবন ও দুই কেজি আলু। পর্যায়ক্রমে ৪ হাজার গৃহবন্দি হতদরিদ্র মানুষদের এ মানবিক সাহায্য বিতরন করা হবে। খাদ্য সামগ্রী বিতরনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায় ও বড়বাড়িয়া ইউপি চেয়ারম্যান মাসুদ সরদার।