হলিবিডি ডেস্কঃঃ অবশেষে তৈরি করোনার মারণ বাণ৷ হাজির বিশেষ ন্যানোমেটেরিয়াল কোভিড ১৯-এর মোকাবিলা করতে৷ শরীরে ঢুকে করোনা ভাইরাসকে গিলে খেয়ে শেষ করে ফেলবে মুহূর্তের মধ্যে৷ চিনের বিজ্ঞানীদের এমনটাই দাবি৷
করোনা ভাইরাস অর্থাৎ কোভিড ১৯ এই মূহূর্তে বিশ্বের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ৷ ৩৩ হাজারের বেশি মানুষ বিশ্বে করোনায় মৃত৷ ৭ লক্ষ ২১ হাজার করোনায় বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা৷ করোনা আক্রান্তের সংখ্যা সর্বাধিক আমেরিকায়, ১ লক্ষ ৪১ হাজার৷ মৃত্যুর সংখ্যাও পাল্লা দিয়ে বাড়ছে৷ এখনও পর্যন্ত ২৫০০-র কাছাকাছি মানুষ মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় মৃত৷ ১১ হাজার ইতালিতে করোনায় মৃত৷ আক্রান্তের সংখ্যা ১০৭৪৷ ভারতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৯ জনের সোমবার সকাল পর্যন্ত৷ এমন অবস্থায় হন্যে হয়ে ওষুধ খুঁজছে গোটা পৃথিবী করোনার হাত থেকে বাঁচার জন্য৷
নতুন করে আশার আলো পেয়েছে গোটা বিশ্ব চিনের সরকারি মিডিয়া গ্লোবাল টাইমসের একটি ট্যুইটেই৷ করোনার মোকাবিলার জন্য হাতিয়ার প্রস্তুত ট্যুইটে বলা হয়েছে৷ এই ওষুধ প্রয়োগে ৯৬.৫-৯৯.৯ শতাংশ সাফল্য পাওয়া গিয়েছে চিনা গবেষকদের দাবি৷ জানা গিয়েছে, গবেষকেরা একরকম ন্যানোমেটেরিয়াল বানিয়েছেন করোনা ভাইরাসের মোকাবিলার জন্য যা করোনা ভাইরাস শুষে নেয় শরীরে প্রবেশ করে এবং এরপর তাকে নিস্ক্রিয় করে ফেলে ৯৯.৯ শতাংশ পর্যন্ত৷
বৈজ্ঞানিকরা নারাজ একে ভ্যাকসিন বা ওষুধ বলতে৷ তাদের মতে, এটিকে করোনার সঙ্গে লড়াইয়ের জন্যই তৈরি করা হয়েছে এটা একটা জৈব অস্ত্র৷ ন্যানোমেটেরিয়াল হেলথকেয়ার ছাড়াও পেন্টস, ফিল্টার, ইনসুলেশন এবং লুব্রিকেট করার কাজেও ব্যবহার করা হয়৷ করোনা ভাইরাসের মোকাবিলার ক্ষেত্রে শরীরের বাকি এনজাইমগুলোর মতোই কাজ করে এটা দেহে প্রবেশের পর৷ আর সাফল্য আসে এতেই৷
প্রসঙ্গত উল্লেখ্য, চিনে মোট ৮১ হাজারেরও বেশি ছিল করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা৷ সেখানে মৃত্যু হয়েছে প্রায় ৩৩০০ জনের৷ এই ন্যানোমেটেরিয়াল প্রয়োগ করেই এসেছে সাফল্য চিনা বিজ্ঞানীদের দাবি৷