হলিবিডি প্রতিনিধিঃঃ খুলনার রূপসায় পারিবারিক কলহের জেরে জহুর শেখ (৮৩) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার (২৯ মার্চ) ভোরে উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আনন্দনগর গ্রামে নিজ বাড়ীর পাশ্ববর্তী নিম গাছের সাথে গলায় রশি দিয়ে তিনি আত্মহত্যা করেন।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরবর্তীতে ময়না তদন্ত শেষে লাশ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।