ব্যুরো অফিস সুনামগঞ্জ। সুনামগঞ্জ দিরাই উপজেলার ভয়ঙ্কর হয়ে ওঠা করোনা ভাইরাসে স্থবির হয়ে পড়েছে জনজীবন। তার প্রভাব পড়েছে বাংলাদেশেও। এরইমধ্যে দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন ২৭ জন আর মৃত্যু হয়েছে ২ জনের। এমন ভয়াবহ পরিস্থিতিতে দেশের মানুষকে করোনা নিয়ে সতর্কবার্তা দিলেন ভাটিপড়া ইউনিয়ন পরিষদের ০৫ নং ওয়ার্ড সদস্য রুহেল আহমেদ তালুকদার । শনিবার (২৮ মার্চ) করোনা পরিস্থিতি নিয়ে ভাটি পাড়া ইউনিয়নের ইউপি সদস্য রুহেল আহমেদ তালুকদার বলেন, বর্তমান বিশ্বে মানুষের মৃত্যুর হার যেভাবে বৃদ্ধি পাচ্ছে , তাতে করে সকলে একটা রেসের মধ্যে রয়েছে যে,কার দেশে কত বেশি মানুষের মৃত্যুর হার বৃদ্ধি পায়। তাই সবাই দেখছে। এদের দেখেও কি আমাদের কিছু শিক্ষণীয় নেই। নাকি আমরা অপেক্ষা করতেছি আমাদের সংখ্যা কবে বাড়বে? আল্লাহ মাফ করুক। আমরা এর ভয়াভয়তা বুঝতে পারছিনা। কেউ কেউ লিফলেট নিয়ে রাস্তায় নামতেছে সকলকে সতর্ক করার জন্য। আমরা মাইকিং এর মাধ্যমে মসজিদে যখন ইমাম সাহেবদের বয়ানের মাধ্যমে মানুষের মাঝে করোনা সম্পর্কে সচেতনতা মূলক কথা বার্তা সকলের মাঝে পৌছানো যেতে পারে। আমরা যদি নবীর সুন্নত মেনে ঈমানের সাথে চলা ফেরা করতাম এবং ইসলাম শরিয়ত মোতাবেক কাজ কর্ম বা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতাম তাহলে আমাদের এরকম দিন দেখতে হতনা। আমাদের মধ্যে এতো ভয় কাজ করছে কেনো? কারণ আমরা পরিচ্ছন্ন না । বাংলাদেশের শাহ জালাল এয়ারপোর্টে প্রথমদিকে কিন্তু এতটা কড়া নিরাপত্তা ছিলোনা, আর এ কারণেই দুই এক সপ্তাহ আগে যারা বাহিরের দেশ থেকে বাংলাদেশে এসেছে তারা কিন্তু দেশে এসেই যার যার পরিবারের কাছে চলে গেছে। তাতে করে সেই সকল বিদেশ ফেরত প্রবাসীদের মাধ্যমে যেমন তার পরিবার ঝুঁকিতে পরেছে ঠিক তেমনি তারা যে সকল মানুষদের সাথে মেলামেশা বা সংস্পর্শে এসেছে সবাই কিন্তু ঝুকিতে রয়েছে।এমন হাজারো প্রবাসীর কোনো অস্তিত্বই এখন খুজে পাওয়া সম্ভব না। আর যখন ফেইসবুক,ইউটিউব,এবং গণমাধ্যমের দ্বারা যখন করোনা ভাইরাস নিয়ে আলোচোনা তৈরী হলো এবং কোয়ারেন্টাইনে থাকার বিষয়ে সরকার পদক্ষেপ গ্রহন করলো তখন তারা আরো ভয় পেয়ে নিজেকে লুকিয়ে রাখলো।তাদের ধারনা হতে শুরু করলো যে ,কোয়ারেন্টাইনে নিয়ে আমার সাথে কিনা কি করে, আমার পরিবারের থেকে আমাকে আলাদা করে কি করবে । এই সকল বিষয় ভেবেই তারা কোয়ারেন্টাইনে না গিয়ে দেশকে ভয়াভহ ঝুঁকির মধ্যে ফেলেছে।আমরা বাংলাদেশের সাধারন মানুষ এরকম ভাইরাসের সম্মুখীন কখনই হইনি। তাই কি করলে ভালো হবে কি করলে আমরা সুস্থ থাকবো সেইটা ভাবতেও আমাদের কিছুটা সময় লাগবে। আল্লাহ মালিক আমাদের মনোবলকে আরো শক্তিশালী করুক,এ মহামারি ভাইরাসে আমরা আতঙ্কিত না হয়ে বিশেষজ্ঞদের পরামর্শ এবং সরকারের দেয়া নির্দেশনা মেনে নিজেকে সুস্থ রেখে পরিবার,এলাকা এবং দেশের সকলের সুরক্ষার স্বার্থে কাজ করতে পারি আল্লাহর কাছে আমরা এই প্রার্থনা করি । মসজিদ সম্পর্কে অনেকের ভুল ধারনা বা গুজব শুনেছেন যে, মসজিদে যাওয়া যাবেনা। এরকম কোনো বিষয় বা সিদ্ধান্ত বাংলাদেশে এখনো নেয়া হয়নি। বরং আপনাদের এলাকায় যদি কোনো ব্যাক্তি করোনায় আক্রান্ত রোগী থাকে তাকে মসজিদে যেতে নিষেধ করবেন এবং তাকে ঘড়ে বসে নিজের জন্য এবং দেশের মানুষের জন্য দোয়া করতে বলবেন। অন্যদিকে আপনারা মসজিদে অবশ্যই যাবেন তবে পরিস্কার পরিচ্ছন্ন ভাবে । বাসায় থাকাকালিন ওযু করবেন এবং মসজিদে গিয়েও আবার ওযু করবেন, ওযু করে বের হয়ে জামাতে নামজ আদায় করার পরে প্রয়োজনে আবার ওযু করে মসজিদ হতে বের হবেন। পরবর্তীতে বাসায় আসার পরে পরিহিত জামাকাপড় খুলে নিজেকে পরিচ্ছন্ন করে হ্যান্ড ওয়াশ বা সাবান দিয়ে হাত ভালভাবে ধুয়ে নিবেন। সবাইকে শান্ত থেকে এই পরিস্থিতি সামলানোর জন্য অনুরোধ জানাচ্ছি। গুজবে কেউ কান দিবেননা,আমরা এমন কিছু করবোনা যাতে আমাদের ক্ষতি হয়। আমাদের সকলের মধ্য হতেই করোনা ভাইরাস নির্মূলে কিছুনা কিছু চিন্তা ভাবনা আসতে পারে সেগুলো আমরা আমাদের স্ব স্ব ডিসি,ওসি,মেয়র,এমপি কাউন্সিলর,চেয়ারম্যান,মেম্বারদের সাথে আলোচনা করতে পারি সেখান থেকে তারাও সেই সকল বিষয়ের উপরে কোনো না কোনো একশন গ্রহনের মাধ্যমে সফলতা অর্জন করতে সক্ষম হতে পারে। আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেছি করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন পদক্ষেপ গ্রহন করার জন্য। এছাড়াও বাংলাদেশের সকল এমপি,মন্ত্রীদের কাছে অনুরোধ করছি যাতে করে তারা তাদের নিজ নিজ এলাকার হাসপাতালে আইসোলিয়েসন স্থান তৈরী করা এবং করোনা শনাক্তকরনের জন্য কিট পাঠানোর ব্যাবস্থার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি। পরিশেষে রুহেল আহমেদ তালুকদার তার নিজের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন এবং সকলের সু স্বাস্থ্য কামনা করেছেন বিশেষ করে তিনি সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন যাতে করে সকলে আল্লাহর কাছে তাওবা করি সকল বিপদে রক্ষার একমাত্র মালিক আল্লাহ। তিনি বলেন আমরা যতো বেশি পারবো আল্লাহকে স্বরন করবো ,ইনশা-আল্লাহ এই মহামারি ভাইরাস থেকে নিশ্চই আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন আমিন। জনস্বার্থে :- মো. রুহেল আহমেদ তালুকদার ৫ নং ওয়ার্ড সদস্য। ভাটিপাড়ার ইউনিয়ন পরিষদ দিরাই, সুনামগঞ্জ ।