এমরান আহমেদঃঃ সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনও রাখী আহমেদ হতদরিদ্র প্রায় ২০০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ।
শনিবার (২৮ মার্চ) বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকার বাড়ি বাড়ি গিয়ে নিম্ন আয়ের মানুষের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাখী আহমদ।
এসময় খাদ্য সহায়তা হিসেবে প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ৫ কেজি আলু ১ লিটার তেল বিতরণ করা হয়।