এমরান আহমেদ ফেঞ্চুগঞ্জ সিলেটঃ সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলাধীন ৩নং ঘিলাছড়া ইউনিয়নের চেয়ারম্যান হাজী লেইছ চৌধুরীর দিকনির্দেশনায় ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য জালাল উদ্দিন লাল মিয়ার, ব্যক্তিগত উদ্যোগে মরণ ঘাতক করোনাভাইরাস এর সংক্রমণ ঠেকাতে জীবাণুনাশক স্প্রে করেন নীজ ওয়ার্ডে। শনিবার সকাল ১০ ঘটিকা হইতে মোট দুটি গ্রুপে কাজ শুরু করেন। মির্জাপুর থেকে শুরু করে ক্রমান্বয়ে পুরো ওয়ার্ড এলাকা স্প্রে করার উদ্দেশ্যে মোকামবাড়ি পর্যন্ত স্প্রে করা হয়। ইউপি সদস্য লাল মিয়া বলেন আমার ওয়ার্ডের বাকি এলাকা অবশ্যই দু-একদিনের ভিতরেই স্প্রে সম্পন্ন করা হবে। এসময় উপস্তিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো: রুকুনুজ্জামান চৌধুরী,এলাকার বিশিষ্ট মুরব্বি জনাব জালাল আহমদ চৌধুরী, ,আরিফুজ্জামান মিছবা, হোসেন আল সালেহি পাপন, ফরিদ মিয়া, ছুটু মিয়া,রাছন মিয়া,আজমল আলী,রেজান আহমদ,সপ্ন পুরণ সংঘের সভাপতি ইমন আহমদ সপ্ন পূরণ সংঘের সদস্য উজ্জল আহমদ,তায়েফ আহমদ,আলমগির হোসেন সহ অন্যান্যরা|