রেজওয়ান আহমদঃ আজ ২২নং ওয়ার্ড শাহজালাল উপশহর করোনা প্রতিরোধে সিলেটবাসীর উদ্দেশ্যে মেয়র বলেছেন, করোনা আজ সারা পৃথিবীতে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। এই মহাবিপদ মোকাবেলা করতে আমাদের সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে-ধৈর্য্য। আতঙ্কিত না হয়ে আমাদের হতে হবে- সতর্ক এবং সচেতন। আমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মনে রাখবেন, সরকার সবাইকে ঘরে থাকার যে নির্দেশনা দিয়েছে, করোনা প্রতিরোধে তার কোন বিকল্প নেই। এছাড়াও করোনা মোকাবিলায় জন্য আজ মেয়র আরিফুল হক চৌধুরী ও স্হানীয় কাউন্সিলর এডঃ ছালেহ আহমদ সেলিম তিনি ২২নং ওয়ার্ড শাহজালাল উপশহরে আজ সকাল থেকে বিকাল ৩টা পযন্ত উপশহর বাসীর জন্য অক্লান্ত পরিশ্রম করে এ ব্লক থেকে শুরু করে প্রত্যকটি ব্লক এবং এ ব্লক মসজিদ বি ব্লক মসজিদ ডি ব্লক মসজিদ জি ব্লক মসজিদ ই আই ব্লক মসজিদে করোনা ভাইরাস মোকাবিলা করার জন্য সিটি করপোরেশনের ত্বত্তাবধানে করোনা ভাইরাস প্রতিরোধ করতে জীবাণু কীটনাশক ঔষধ ছিটানো হয়। সিলেটবাসীর প্রতি কয়েকটি অনুরোধ করেছেন। সেগুলো হলো: জরুরি প্রয়োজন ছাড়া আপনারা ঘর থেকে বের হবেন না। ঘন ঘন সাবান দিয়ে দুই হাত কমপক্ষে ২০ সেকেন্ড পরিষ্কার করবেন। যেখানে সেখানে কফ ও থুথুু ফেলবেন না। কাউন্সিলর সেলিম বলেন হাত দিয়ে নাক, মুখ ও চোখ স্পর্শ করবেন না। হাঁচি বা কাশির সময় টিস্যু অথবা কাপড় দিয়ে বা বাহুর ভাঁজে নাক-মুখ ঢেকে ফেলুন। কারো মধ্যে করোনার বিন্দুমাত্র কোন লক্ষণ দেখা দিলে হটলাইনের ১৬২৬৩ বা ৩৩৩ নম্বরে ফোন করে সাহায্য চাইবেন। তিনি আরো বলেছেন, ‘এই কঠিন সময়ে নিম্ন আয়ের মানুষ যারা কষ্টের মধ্যে আছেন, আমি যতদূর সম্ভব আমার সাধ্য অনুযায়ী তাদের সাহায্য-সহযোগিতা করার চেষ্টা করব।’