মেহেরপুর অফিসঃ মেহেরপুরে করোনা ভাইরাস (কোভিড-১৯) বিস্তার প্রতিরোধে মেহেরপুর জেলার সকল প্রকার দোকানপাট, মার্কেট বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ।
মঙ্গলবার (২৪মার্চ -২০২০) সন্ধ্যা সাতটা থেকে অনির্দিষ্ট কালের জন্য সকল প্রকার দোকানপাট, মার্কেট, প্রতিষ্ঠান, যানবাহন বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মেহেরপুর জেলা প্রশাসক। মেহেরপুর জেলা প্রশাসক সন্ধ্যায় এক জরুরী নোটিশে জানান- করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে জনস্বার্থে মঙ্গলবার সন্ধ্যা ৭ ঘটিকা হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মেহেরপুর জেলার সকল দোকানপাট, ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে কাঁচাবাজার, মুদি দোকান, খাবারের দোকান, ঔষধের দোকান, হাসপাতাল ও জরুরী পরিসেবা এ আদেশের আওতামুক্ত থাকবে। এছাড়া যত্রতত্র ঘোরাফেরা না করে সকলকে নিজ নিজ বাড়িতে অবস্থান করার জন্য নির্দেশ দেওয়া যাচ্ছে। কাউকে বাইরে যত্রতত্র ঘোরাফেরা করতে দেখলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে ঘোষনার পর রাত ৮ টার দিকে জেলা প্রশাসক মোঃ আতাউল গনি, পুলিশ সুপার এস.এম মুরাদ আলি শহর ঘুরে ঘুরে দেখেন এবং করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে সকলকে নির্দেশ মানার অনুরোধ জানান এবং নির্দেশ না মানলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ারি দেন।