এমরান আহমেদ ফেঞ্চুগঞ্জ সিলেটঃ ফেঞ্চুগঞ্জ পুলিশ প্রশাসনের নজরদারি ও কঠোর নিরাপত্তার কারণে উপজেলার জনবহুল স্থান, হাট বাজার, দোকান, গাড়ির স্ট্যান্ড, নানাহ গুরুত্বপূর্ন পয়েন্ট, ভ্রমনের স্থানগুলো জনবানব শূণ্য হয়ে পড়েছে। মনে হচ্ছে এ যেন কোন ভুতড়ে অবস্থায় পরিনত হয়েছে। উপজেলার যে জায়গা গুলোতে প্রতিদিন ও প্রতিনিয়ত হাজার মানুষের পদচারনা থাকতো সেখানে নেই কোন মানুষ ও নেই কোন চলাচল কিংবা চায়ের দোকানের আড্ডা।
উপজেলা/থানার বিশেষ আইনি কঠোর ব্যাবস্থার ফলে মানুষ সচেতন ভাবে চলাফেরা করছে। দেখা যায় মুল পয়েন্ট ও সড়ক গুলোতে পুলিশ সদস্যরা কড়া মহরা দিয়ে যাচ্ছে। আজ বুধবার উপজেলার বহুস্থানে তাদের এমন কঠোর প্রতিফলন দেখা গেছে। এতে করে করোনা ভাইরাসের ভয়াবহতার মত রোগ বিস্তার বন্ধে অনেক ইতিবাচক ভুমিকা আশা করা যায়।
এদিকে উপজেলার ব্যাবসায়ি মহল সহ সাধারন মানুষরা বিপাকে পড়েছে তাদের নিত্য নৈমিত্তিক কাজের জন্য। সাধারন খেটে খাওয়া মানুষরা দুঃখ প্রকাশ করে বলেন, “রাস্তায় বের হইতে পারিনা, যদি বাহির হই সমস্যা হইবো যার কারনে আমরা অনেক কষ্টে আছি, রুজি না করতে পারলে কেমনে চলুম কিচ্ছু বুজিনা। আমাদের মরন তো সব দিকেই।” দোকান-পাট বন্ধ, বাজারের মুল ব্যাবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকার ফলে নানা প্রকার বিপত্তিতে পড়তে হচ্ছে সর্বস্তরের মানুষদের। সব মিলিয়ে ফেঞ্চুগঞ্জ এখন বিরাজ করছে জনমানবশূন্য ও ভুতুরে অবস্থার মত।