হলিবিডি ডেস্কঃ এস এম মুশফিকুর রহমান মুশফিক বলেছেন, করোনা ভাইরাসে স্থবির বিশ্ব। আতঙ্কে আচ্ছন্ন সব দেশের সচেতন মহল। করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন হোন সাবধান হন মহান আল্লাহ নিশ্চয় বিপদ থেকে মুক্তি দেবেন। মহান আল্লাহ রাব্বুল আলামীন মাঝে মাঝে তাঁর বান্দাদের ভয়, মুসিবত ও বিপদ দিয়ে পরীক্ষা করে থাকেন। মহান আল্লাহর উপর আস্থা রেখে করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের নির্দেশনা সঠিকভাবে মেনে ধৈর্য ও সচেতনতার মধ্য দিয়ে করোনা ভাইরাস প্রতিরোধ করতে হবে। আমরা অনেকেই অল্পতেই হতাশ হয়ে যাই। সামান্য বিপদে দিশেহারা হয়ে পড়ি। মহান আল্লাহ তাআলা এ সময়ে ধৈর্য্য ধারণ করতে বলেছেন। বিপদে পড়লে আল্লাহর কাছে সাহায্য চাইতে হয়। তিনিই রাহমানুর রাহিম একমাত্র উদ্ধারকারী। তিনি চাইলে মুহূর্তেই বিপদ থেকে আমাদের মুক্তি দিতে পারেন। পৃথিবীতে মানুষ যতদিন বেঁচে থাকবে সুখ-দুঃখ, বিপদ-মুসিবত তত দিন থাকবে। অনেক সময় বিপদের কারণেই মানুষ আল্লাহর দিকে ফিরে আসে। আবার যখন মানুষ চরম অন্যায়ের দিকে ধাবিত হয় তখনই মানুষের ওপর বিপদ-মুসিবত পতিত হয়। করোনা ভাইরাস (কোভিড-১৯) একটি সংক্রমণ রোগ। কেউ এই সুযোগে মানুষকে কষ্ট দিবেন না। কোন ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় পণ্য মজুদ করে মূল্য বৃদ্ধি করছেন। আল্লাহর অস্তে এই বিপদে অসহায় মানুষকে আর কষ্ট দিয়ে পাপের ভাগি হবেন না। যিনি এ বিপদ দিয়েছেন তিনিই আমাদের রক্ষা করবেন। সকলে মহান আল্লাহর কাছে করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য প্রার্থনা করি। আমাদের এ বিপদ থেকে আল্লাহ রক্ষা করবেন ইনশাল্লাহ। সকলকে সচেতন হতে হবে আর বিনা কারণে ঘরের বাহির হবো না। আমরা সকলে যদি করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করি তাহলে আল্লাহর রহমতে অতি দ্রুত করোনা ভাইরাস থেকে মুক্তি পাবো ইনশাআল্লাহ।