এমরান আহমেদ ফেঞ্চুগঞ্জঃ COVID-19 ( নভেল করোনা ভাইরাস ) এর
সংক্রমণ প্রতিরােধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের আলোখে
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়ন বাসীর প্রতি বিশেষ আহবান জানিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী লেইছ চৌধুরী তিনি এক বার্তায় বলেন
সম্মানিত ঘিলাছড়া বাসী আসসালামু আলাইকুম ও আদাব এতদ্বারা ৩ নং ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের সকলের অবগতির জন্য জানানো যাইতেছে ঘিলাছড়া ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের সকল গ্রামের সম্মানিত জনসাধারণে কথা বিবেচনায় বলছি আপনারা নিম্নোক্ত ১২ টি নিয়ম মেনে চলুন
০১। প্রয়োজন অনিবার্য না হলে আপাতত: ইউনিয়ন পরিষদে না আসাই ভাল হবে।
০২। অতি প্রয়োজনে আপনি একাই আসুন। পরিবারের আর সদস্য/বন্ধুদের সাথে আনবেন না।
০৩। অফিসের সামনে সাবান দিয়ে হাত ধুয়ে নিন এবং মাস্ক ব্যবহার করুন।
০৪। কারো সাথে মোসাফাহা/হ্যান্ডশেক করতে হাত বাড়িয়ে দিবেন না।
০5। ভীড় এড়াতে চাপাচাপি নয়, দূরে অবস্থান করুন। অন্যকে সুযোগ দিন , আপনিও সুযোগ নিন।
০৬। জরুরী প্রয়োজন ছাড়া গণপরিবহনে চলাচলে নিরুৎসাহিত করুন।
০৭। কারও জ্বর, সর্দি, কাশি থাকলে মসজিদ, মন্দির, চায়ের দোকানে না যাওয়া এবং মানুষের চলাচল সীমিত করুন।
০৮। নিজেদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় Mask, Hand sanitizer, Hand Gloves, Liquid Hand wash ব্যবহার করবেন।
৯। সকল ধরনের গণজমায়েত, মেলা, সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠান, ওয়াজ/ধর্মীয় সভা এবং বিয়ের অনুষ্ঠানসহ কমিউনিটি সেন্টারে যে কোন অনুষ্ঠান বন্ধ করুন। কারও বাড়িতে এ ধরনের জমায়েত/ আয়োজন করবেন না।
১0। সরকারে নির্দেশনা মতো মেনে চলুন।
১১ – পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন. বেশি বেশি অজু করুন. পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন. আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন.
১২ – সবাই নিজ নিজ ধর্ম পালন করুন।
আসুন আমরা নিজে থেকে সচেতন হই কারন আপনার আমার সচেতনতাই পারে করোনামুক্ত বাংলাদেশ গড়তে।
হাজী লেইছ চৌধুরী
চেয়ারম্যান
ঘিলাছড়া ইউনিয়ন পরিষদ