হলিবিডি ডেস্ক :: নবেল করোনা ভাইরাস প্রতিরোধে খুলনা ২৭ নং ওয়ার্ডে জনসচেতনতা তৈরী ও মাস্ক বিতরণ করলেন খুলনা ২৭ নং ওয়ার্ডের বার বার নির্বাচিত জনপ্রিয় কাউন্সিলর আলহাজ্ব জেড এ মাহমুদ ডন । তিনি বলেন, এ দেশ আমার আপনার সবার, সারা বিশ্বে করোনা একটা ভয়াবহ রূপ ধারণ করেছে।
আর যারা সম্প্রতি বিদেশ থেকে ফিরেছেন তারা নিজের ঘরে ১৪ দিন পর্যন্ত সেব কোয়ারান্টাইনে থাকবেন। কোনো প্রকার বাইরে বের হবেন না। পরিবারের সদস্যদের নিরাপদ রাখার জন্য দয়া করে তাদের সংস্পর্শ এড়িয়ে চলুন।
তিনি প্রবাসী নাগরিকদের উদ্দেশ্য আরও বলেন, আপনাদের যদি একাধিক ঘর না থাকে তাহলে আমাদের অবহিত করেন। আমারা প্রয়োজনীয় ব্যবস্থা নিব। ২৭ নং ওয়ার্ডবাসীর উদ্দেশ্য তিনি বলেন, আপনারা এই নবেল করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে প্রত্যেকে যার যার অবস্থানে থেকে জনসচেতনতা গড়ে তুলুন। সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। বিশেষ কোনো গুরুত্বপূর্ণ কারণ ছাড়া বাসার বাইরে যাওয়া থেকে বিরত থাকুন।