স্টাফ রিপোর্টার :: সিলেট ৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর পক্ষ থেকে বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করা করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলা করণীয় ও প্রতিকার বিষয়ক লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় ফেঞ্চুগঞ্জ উপজেলার পালবাড়ী, সারকারখানা বাজার সহ বিভিন্ন জনবহুল এলাকায় এ প্রচারপত্র দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল হোসেন খোকন এবং আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। এ সময় তিনি বলেন আমরা মানুষকে সচেতন করতে চাই এবং তার সাথে সাথে করোনা মোকাবেলায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা উচিৎ।