এমরান আহমেদ ফেঞ্চুগঞ্জ সিলেট ঃ
হোম কোয়ারান্টাইন বিধি না মানায় সিলেটের ফেঞ্চুগঞ্জের বাহরাইন ফেরত এক প্রবাসীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
দন্ডপ্রাপ্ত প্রবাসী উপজেলার ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের নোয়াটিলা গ্রামের মৃত কনর মিয়ার পুত্র সিরাজুল ইসলাম (৩৬)। পুলিশ জানায়, তিনি মার্চ মাসের ১৫ তারিখ বাহরাইন থেকে দেশে আসেন। কিন্তু হোম কোয়ারান্টাইন বিধি অমান্য করে চলছিলেন।
এজন্য শনিবার ২১ মার্চ ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাখি আহমেদ মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ও হোম কোয়ারান্টাইন মানার নির্দেশনা প্রদান করেন।