মাদারীপুরের পূর্ব বোতলা গ্রামের মাহিনুর বেগমের মেয়েকে অপহরন করে নিয়ে গেছে বলে জানা গেছে। গত ১৮/০২/২০ইং তারিখ রোজ সোমবার সকাল ৮.১৫ ঘটিকায় ডাক্তার দেখানোর জন্য বাড়ি থেকে রওয়ানা দিয়া কর্ণপাড়া বাসস্ট্যান্ডের সামনে পাকা রাস্তার উপর পৌছালে পূর্ব থেকে ওৎপেতে থাকা অপহরনকারীরা মূর্শিদা আক্তার (২২) কে অপহরন করেছে বলে মা মাহিনুর বেগম জানায়।
অপহৃত মূর্শিদা আক্তার মাদারীপুরের পূর্ব বোতলা গ্রামের চান মিয়া হাওলাদারের কন্যা। অপহৃতর মা মাহিনুর বেগম জানায়, পূর্ব থেকে ওৎপেতে থাকা শাহবুদ্দিন আকন, নুরুল মুন্সী, দেলোয়ার মাতুব্বর, বিউটি বেগম, হাচিনা বেগম আমার মেয়ে মূর্শিদা আক্তার (২২) কে একটি মাইক্রবাসে জোরপূর্বক তুলে নিয়ে গেছে। এমনকি আমার মেয়েকে কোন অজানা স্থানে রাখিয়া ধর্ষন, খুন,গুম বা বিদেশে পাচার করিয়া দিতে পারে বলে ধারনা করছে।
এ ব্যাপারে গত ০৪/০৩/২০ইং তারিখে ডাসার থানায় মামলা করেছে জি আর মামলা নং-২২/২০।
ও মামলা নং-০১।
ডাসার থানার ওসি মোহাম্মাদ আব্দুল ওহাব জানান জড়িত সন্দহে আসামীদের গ্রেফতারের চেষ্ঠা চলছে।