মোঃ আব্দুল আলী দেওয়ান (আব্দুল্লাহ):
চাঁদপুর প্রতিনিধিঃ গত কয়েকদিন আগে একটি সংবাদ প্রকাশিত হয়েছে বোয়ালিয়ার রাস্তাটি নিয়ে যা বোয়ালিয়ার যোগাযোগ সমস্যা ও পথচারিদের চলাচলের সমস্যা তুলে ধরা হয়। সমস্যাটি রাস্তার একেবারে একটি বিপদাপন্ন স্থানকে ঘিরে যা রাস্তার মুল অবস্থায় বিদ্যমান। একদিকে স্কুলের গেট অপরদিকে বিশাল দিঘী। যদি এ রাস্তাটিতে আকস্মিক গাড়ি উল্টিয়ে পরে তাহলে ১০০% দিঘিতে পরবে। রাস্তাটির ঢাল সম্পূর্ন দিঘীর দিকে এবং অপরদিকে দেয়াল যার ফলে জীবন হানি সহ বড় ধরনের ক্ষতির সম্ভাবনা রয়েছে। রাস্তাটির অবস্থা অনেক ভয়াবহ ও বিপদাপন্ন। কিন্তু সেটির জন্য কারো কোন নজরদারি রয়েছে কিনা কে যানে। এদিকে গতকাল পুনরায় দেখা যায় সেই জির্নশীর্ণ স্থানটির ঠিক পশ্চিম পাশেই আবার একটি বালির স্তুপ। যা নতুন করে নতুন সমস্যার সৃস্টি করেছে। দেখা যায় বালির কারনে সংকির্ন রাস্তাটি পুরােই আবদ্ধ হয়ে আছে অনেক কস্ট করে গাড়ি চালাতে হয়। এমনকি মানুষ হাটতেই হিমশিম খেতে হয়। যেখানে মানুষের হাটতেই সমস্যা হয় সেখানে গাড়ি চালিয়ে যেতে কতটা সমস্যা হয় তা বলার অপেক্ষা রাখেনা। ছবিটির দিকে লক্ষ করলেই দেখা যায় কতটা ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে স্থানটি। মোটর যানসহ সকল প্রকার গাড়ি চলাচলে অনেকটাই বিপদমূখি অবস্থায় রয়েছে। উল্লেখিত স্থানটি হচ্ছে পুর্বের নিউজে প্রকাশিত স্থানটিই অর্থাৎ বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, পোস্ট অফিস, বালক উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত। দিঘীর উত্তর পার্শ্ব এবং রাস্তাটির দক্ষিন পাশে বিদ্যালয়ের দেয়াল আর রাস্তাটির ঢাল সম্পূর্ন দিঘীর দিকে মরন ফাদের অবস্থায় রয়েছে। আমাদের উচিৎ জনগনের কল্যানে রাস্ট্রিয় সম্পদের যথাযথ রক্ষনাবেক্ষন করা এবং পরিবেশের সৌন্দর্য্য বজায় রাখা। আসুন আমরা সকলেই যার যার স্থানে থেকে সচেতনতা বৃদ্ধি করি ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ি।