সিলেট ব্যুরো অফিস :: রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের ছয় শিক্ষার্থীকে এইচএসসি পরিক্ষা ২০২০ এর রেজিস্ট্রেশন ও ফরম পূরণের সুযোগ দিতে নির্দেশনা ও রুল জারী করেছে হাইকোর্ট। শিক্ষার্থীদের করা রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি শেখ হাসান আরিফ ও মোহাম্মদ হাসান তালুকদার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন। একই সঙ্গে, এসব শিক্ষার্থীরা কেন এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন ফরম পুরনে কেন অংশ নিতে পারবে না-এই মর্মে হাইকোর্ট রুল জারি করেছেন। আগামী চার সাপ্তাহের শোকজ ও ফরম পুরনের আবেদিত দরখাস্তটি সাত কর্ম দিবসের মাধ্যে নিষ্পত্তির নির্দেশ প্রদান করেন।
উল্লেখ্য, রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের ১১ শিক্ষার্থী এইচএসসি পরিক্ষার রেজিস্ট্রেশন ফরম পুরনের সুযোগ থেকে বঞ্চিত হয়ে গত ৮/০১/২০২০ তারিখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের চেয়ারম্যান বরাবর আবেদন করলে আবেদনটি নিষ্পত্তি না করে ৬/০২/২০২০ তারিখ পর্যন্ত ফরম পুরনের সময় বর্ধিত করে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। কিন্তু এতেও রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মহিউদ্দীন জাকারিয়া চৌধুরী কলেজ শাখার ছয় শিক্ষার্থী যথাক্রমে মাসুদ আহমদ, ফায়েদুর রহমান লস্কর, সাইফুর রহমান, রাসেল আহমদ, ফারহানা বেগম ও রুহেল আহমদ এর ফরম পুরন করতে দেননি। এতে অসস্তুষ্ট হয়ে শিক্ষার্থীদ্বয় মহামান্য হাইকোর্টে ৩৪২৯/২০২০ রিট পিটিশন দায়ের করে। দীর্ঘ শুনানী অন্তে আদালত চার সাপ্তাহের শোকজ ও ফরম পুরনের আবেদিত দরখাস্তটি সাত কর্ম দিবসের মাধ্যে নিষ্পত্তির নির্দেশ প্রদান করে। উক্ত রিট পিটিশনে শিক্ষা মন্ত্রনালয়ের সচিব, সিলেট জেলা প্রশাসক, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, পরিক্ষা নিয়ন্ত্রক ও রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষকে বিবাধী করা হয়।
অনুসন্ধানে জানাযায়, রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের এইচএসসি নির্বাচনী পরিক্ষার ফলাফলে তুঘলকী কান্ড ঘটেছে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মহিউদ্দীন জাকারিয়া চৌধুরী সাক্ষরিত ফলাফল সিটে বিশেষ বিবেচনায় ৪৬ জন শিক্ষার্থীকে ফরম পুরনের সুযোগ প্রদান করলেও অত্যান্ত সুকৌশলে ১২ জন শিক্ষার্থীকে ফরম পুরন হতে বঞ্চিত করা হয়। ফলাফল সিটে ফলাফলে এসব অনিয়ম পরিলক্ষিত হওয়ায় অভিভাবক মহল ও এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
শিক্ষার্থীদের আবেদন সুত্রে জানাযায় যে, রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সদস্য ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মাওলানা ইকবাল হুসাইন শিক্ষার্থীদের ফরম পুরণের সুপারিশ করলেও জামায়াত সমর্থিত অধ্যক্ষ মোহাম্মদ মহিউদ্দীন জাকারিয়া চৌধুরী এসব সুপারিশকে গ্রাহ্য করেননি।