হলিবিডি ডেস্ক :: চীনের থেকে করোনা ভাইরাস এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। চীন বর্তমানে ভাইরাসটি নিয়ন্ত্রণে নিতে পারলেও বিশ্বের অনেক দেশ হিমশিম খাচ্ছে। বাংলাদেশে এখন পর্যন্ত ১৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এর মধ্যে ১ জন মারা গেছেন।
এ অবস্থায় রাজশাহীর বাঘায় বিএনপি’র পক্ষে করোনা নিয়ে ব্যঙ্গাত্মক লিফলেট বিতরণের অভিযোগ উঠেছে। বুধবার রাতে উপজেলা বিএনপির পক্ষ থেকে বাঘা বাজারে এ লিফলেট বিতরণ করা হয়।
লিফলেটে লেখা রয়েছে, হাত ধোয়ার জন্য হ্যান্ড স্যানিটাইজার না পাওয়া গেলে বা দাম বেড়ে গেলে সাবান কিনেন। সাবানের দাম বেড়ে গেলে লেবু কচলে হাত ধোবেন। লেবুর দাম বেড়ে গেলে লবন দিয়ে হাত ধোবেন। লবনের দাম বেড়ে গেলে গরম পানিতে হাত ধোবেন। পানির দাম বেড়ে গেলে আগুনের উপর কিছুক্ষণ হাত রাখবেন। প্রচারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সেখানে তাদের দলীয় প্রধান খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির কথাও উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে বাঘা পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু বলেন, খালেদা জিয়া মুক্তি দাবি’র সাথে করোনা নিয়ে যে ধরণের ব্যঙ্গাত্মক কথা সম্বলিত লিফলেট বিএনপির লোকজন প্রচার করেছে তার খেসারত তাদের দিতে হবে।
বাজুবাঘা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জাতীয় পার্টির নেতা খন্দকার মনোয়ারুল ইসলাম মামুন বলেন, এ সময় করোনা একটি ভাইরাস জনিত রোগ। দেশের ক্লান্তিময় মুহুর্তে সরকারকে তাচ্ছিল্য করে এ ধরনের লিফলেট বিতরণ মোটেও কাম্য নয়।