হলিবিডি ডেস্ক :: বিশ্বব্যাপী করোনা ভাইরাস আতঙ্কে রূপ নিয়েছে। বাংলাদেশেও আজ একজন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন আরো ১৪ জন। এছাড়াও সিলেটে ৬৩৪ জনকে সন্দেহভাজন হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
করোনা সচেতনতায় মুজিববর্ষ উপলক্ষে সিলেটে আওয়ামী লীগের আয়োজিত সকল অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। ২০ দিন ব্যাপী অনুষ্ঠানের ১২তম দিনে এ ঘোষনা দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) সাখাওয়াত হোসেন শফিক।
তিনি বলেন, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত মুজিববর্ষের প্রথম ধাপের অনুষ্ঠান আজই স্থগিত করা হলো। পরবর্তীতে অবস্থা উন্নতি ঘটলে আবারও অনুষ্ঠানের আয়োজন করা হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, সাবেক শিক্ষামন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার নুরুল ইসলাম নাহিদ, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য বদর উদ্দিন আহমেদ কামরান, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমেদ, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ সহ আওয়ামী লীগের নেতারা।
এরপরে শাখাওয়াত হোসেন শফিক নেতাকর্মীদের সাথে নিয়ে করোনা সচেতনতায় লিফলেট বিতরণ করেন।