হলিবিডি অনলাইন ডেস্ক :: করোনা অ্যান্টিভাইরাস মেডিসিন গবেষণাকারী জার্মান চিকিৎসা বিজ্ঞানীর ক্ষোভ! রাগে ক্ষোভে ফেটে পড়া জার্মানীর বায়োলজিক্যাল রিসার্চার বলেছেন- এক মাসে একজন ফুটবলার কয়েক মিলিয়ন ইউরো আয় করে। আর একজন রিসার্চার আয় করে মাত্র ১৮০০ ইউরো।
একটি ছবিতে একজন ম্যুভি স্টার যা আয় করে, সারা জীবন গবেষণায় একজন গবেষক তার একশত ভাগের একভাগও আয় করে না। আর এখন জীবন বাঁচাতে আপনি হন্য হয়ে ভাইরাসের প্রতিষেধক খুঁজছেন। যান না এখন? মেসি, রোনাল্ডো, টমক্রুজের কাছে। ওরাই আপনার কিউর বের করে দিবে।
* যে পৃথিবীতে নেসেসিটির চেয়ে লাক্সারী বড় হয়ে যায়।
*জীবন বাঁচানো মানুষদের চেয়ে বিনোদনের মানুষ সেলিব্রেটি হয়ে যায়।
* হাসপাতালের চেয়ে স্টেডিয়ামের গুরুত্ব বেড়ে যায়- সেই অসভ্য সমাজে তো মানুষের বেঁচে থাকারই কোনো অধিকার নাই ।