হলিবিডি ডেস্ক :: জন্মবার্ষিকী উপলক্ষে সিলেটে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করলো জেলা ও মহানগর আওয়ামী লীগ। মঙ্গলবার সকাল ১০টা থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে স্থাপিত জাতির পিতার অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি এড.লুৎফুর রহমান,মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড.নাসির উদ্দিন খান,মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন,জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী,আসাদ উদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,বিজিত চৌধুরী, এডঃছালেহ আহমদ সেলিম, মুক্তিযোদ্ধা কামান্ডা সুব্রত চক্রবর্তী জুয়েল,জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি,সাধারণ সম্পাদক মো: শামীম আহমদ ও সিলেট জেলা পরিষদের সদস্যবৃন্দ।
সকাল থেকেই সিলেট শহিদমিনারে ঢল নামে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের। শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।