এমরান আহমেদ (ফেঞ্চুগঞ্জ) সিলেট ঃঃ
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার বিয়ালীবাজার এলাকা থেকে ছুফিয়ান নামের এক যুবক নিখোঁজ হয়েছে। বিগত ১০ ই মার্চ রোজ মঙ্গলবার রাত আনুমানিক ৮ টার সময় উপজেলার বিয়ালীবাজার থেকে ছুফিয়ান (২৩) নিখোঁজ হন। নিখোঁজ যুবকের পিতা ফজলুল হক ছেলেকে অনেক খুঁজাখুজি করেও তার কোন সন্ধান না পাওয়াতে ১২ মার্চ ফেঞ্চুগঞ্জ থানায় গিয়ে একটি সাধারণ ডায়রী করেন যাহার নং ৫১২। ছুফিয়ানের বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার হরিয়াখালী গ্রামের ফজলুল হকের ছেলে বর্তমানে তারা বসবাস করে আসছেন ফেঞ্চুগঞ্জ উপজেলার বিয়ালীবাজার কায়স্তগ্রাম এলাকায়।