মোঃ আব্দুল আলী দেওয়ান (আব্দুল্লাহ): চাঁদপুর প্রতিনিধিঃ মতলব দারুল উলূম কওমিয়া মাদ্রাসা ঢাকিরগাঁও শাখার পবিত্র কোরআনে হাফেজ ছাত্রদের দস্তারবন্দী (পাগড়ী পরানো) উপলক্ষে ইসলামি আলোচনা ও ওয়াজ মাহফিলের আয়োজন করা হয় যা অনুষ্ঠিত হয় গতকাল রোজ মঙ্গলবার বার ১০ই মার্চ বাদ আসর হতে মধ্য রাত পর্যন্ত। ওয়াজ মাহফিলটি অনুষ্ঠিত হয় মাদ্রাসা ও মসজিদ প্রাঙ্গন বালুর মাঠেই। অনেক সুন্দর ও সুস্থ্য পরিবেশে আলেম ওলামা ও দ্বীনদার ইমানদার ও ইসলামপ্রিয় মুসল্লিদের সমাগম ঘটে উক্ত মাহফিলে। মাহফিলে প্রধান মেহমান হিসেবে তাসরিফ আনেন মাওলানা দেশ বরেন্য ও ইসলাম প্রচারক হযরত মাওলানা আশেকে এলাহি সাহেব (পীর সাহেব উজানী)। মাহফিলটি মতলব দাঃ উঃ কওমিয়া মাদ্রাসার ঢাকিরগাঁও শাখার বিশেষ উদ্যোগ ও আয়োজনে অনুষ্ঠিত হয়। মতলব দারুল উলূম কওমিয়া মাদ্রাসা একটি অন্যতম মাদ্রাসা যা সারা বাংলাদেশের বড় মাদ্রাসাগুলোর একটি। এই মাদ্রাসারই একটি শাখা ঢাকিরগাঁও গ্রামে যেখান থেকে প্রতিবছর অনেক হাফেজে কোরআন তৈরী হয়। এইবছরও মাহফিলে ৫ জন কোরআনে হাফেজকে পাগড়ি প্রদান করা হয়। মাহফিলে মতলব মাদ্রাসার প্রধান বা মোহতামিম জনাব হজরত মাওলানা কবির আহমেদ বলেন, প্রতি বছর এই মাদ্রাসার ছাত্রদের মতলব কেন্দ্রীয় মাদ্রাসায় নিয়ে পাগড়ি প্রদান করা হত এখন থেকে প্রতিবছর এইখানেই বাৎসরিক মাহফিলের মধ্য দিয়ে দান করা হবে। তিনি আরো বলেন, আগামি বছর আমাদের জোর চেস্টা থাকবে আরো বেশী ছাত্রদেরকে হাফেজ হিসেবে যেন পাগড়ি প্রদান করতে পারি। মাহফিলে পবিত্র ইসলামের বানী ও দ্বীনি আলোচনার জন্য মেহমান হিসেবে আমন্ত্রিত (ক) হযরত মাওলানা আশেকে এলাহী সাহেব (পীর সাহেব উজানী দরবার শরীফ), (খ) মুফতি শামছুদ্দোহা আশরাফি সাহেব (খতিব সাইন্স ল্যাবরেটরী কেন্দ্রীয় জামে মসজিদ ধানমন্ডি, ঢাকা), (গ) হযরত মাওলানা কাউসার হামিদি সাহেব (ইমাম ও খতিব, কেন্দ্রীয় জামে মসজিদ নারায়নগঞ্জ) এবং (ঘ) মুফতি খলিল আহমদ নাদিম (ঢাকা)। ওয়াজের সার্বিক তত্ত্ববধান পরিচালনা করেন মতলব দারুল উলূম কওমিয়া মাদ্রাসার ও অত্র ঢাকিরগাঁও শাখা মাদ্রাসার সম্মানিত মুহতামিম, ইসলামের খেদমতকার ও মতলব বাজার কেন্দ্রীয় মসজিদের (বড় মসজিদ) সম্মানিত খতিব মাওলানা কবির আহমদ সাহেব।