হলিবিডি প্রতিনিধিঃ ০৮/০৩/২০২০ খ্রিঃ তারিখে সকাল ০৮.০০ ঘটিকায় এসএমপি পুলিশ লাইন্স মাঠে সিলেট মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত প্যারেডে এসএমপি’র সর্বস্তরের অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন। প্যারেড কমান্ডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ফোর্স) মোঃ ইয়াহিয়া আল মামুন ও সহকারী প্যারেড কমান্ডার (আরআই) মোঃ আব্দুস ছালাম এর নেতৃত্বে উক্ত প্যারেডটি সুশৃঙ্খলভাবে সজ্জিত হয়ে সম্মানিত পুলিশ কমিশনার জনাব গোলাম কিবরিয়া বিপিএম মহোদয়কে সশস্ত্র সালাম প্রদান করেন। সালাম গ্রহণ শেষে সম্মানিত পুলিশ কমিশনার মহোদয় প্যারেড পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (পিওএম) জনাব কামরুল আমিন, উপ-পুলিশ কমিশনার (ডিবি ও প্রসিকিউশন) জনাব সঞ্জয় সরকার, উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাঃ সোহেল রেজা পিপিএম, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া ও কমিউনিটি সার্ভিস) মোঃ জেদান আল মুসা, সহ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগন, সহকারী পুলিশ কমিশনারগন ও অফিসার ইনচার্জগন।