এম.সোহেল রানা;মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরে সড়ক দূর্ঘনায় আমদহ গ্রামে কলা ভর্তি করার উদ্দেশ্যে যাওয়া ঘাতক ট্রাকের চাকার তলে পিষ্ট হয়ে ফারুক হোসেন (৯) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত ফারুক হোসেন আমদহ গ্রামের দিনমজুর ফিরোজ হোসেনের ছেলে ও আমদহ সরঃ প্রাথমিক বিদ্যালয় পড়ুয়া দ্বিতীয় শ্রেণির ছাত্র।
রোববার (৮ মার্চ-২০২০ইং) দুপুরের দিকে মেহেরপুরের সদর উপজেলার আমদহ গ্রাম দিয়ে কলা ভর্তি করার উদ্দেশ্যে আশরাফপুরের দিকে যাওয়ার সময় ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে অপর দিক থেকে আসা স্কুল শিক্ষার্থী ফারুক হোসেন ঘাতক ট্রাকের ধাক্কা লেগে চাকার তলে পড়ে ফারুকের মাথা পিষ্ট হয়ে সাথে সাথেই মৃত্যু হয়। ঘাতক ট্রাকের নং ঢাকা মেট্রো ট২০-৯২৬৯। মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটার পরে খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছালে লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে নিয়ে যায়। এমন মর্মান্তিক সড়ক দূর্ঘটনার পর ট্রাক ফেলে পালিয়ে যায় ঘাতক ট্রাকের চালক হেলপার। এ সময় উত্তেজিত জনতা ট্রাকটি জব্দ করে। স্থানীয় লোকজনেরা মন্তব্য করেন- ড্রাইভার বাদে হেলপার দিয়ে ট্রাক চালানোর কারণেই এ সমস্ত দুর্ঘটনা ঘটে থাকে।