মো.মিজানুর রহমান নাদিম,বরগুনা প্রতিনিধি : দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত বরগুনার আমতলী সরকারী কলেজের বিএসসি ২য় বর্ষের মেধাবী শিক্ষার্থী বেল্লাল হোসেন বাঁচতে চান! দ্রæত অপারেশন করাতে না পারলে চিরতরে পঙ্গুত্ব বরণ করার সম্ভাবনা রয়েছে। বেল্লালকে বাঁচাতে সমাজের বিত্তশালী ব্যক্তিদের এগিয়ে আসার আহবান তার পরিবারের। পরিবার সূত্রে জানাগেছে, গত বছরের মার্চ মাসে বেল্লাল হোসেনের দুরারোগ্য ব্যধি এভিএন ধরা পড়ে। তার কোমড়ের দু’পাশের হাড়গুলো মরে রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে। যেটাকে ডাক্তারী ভাষায় এভিএন রোগ বলে। গত এক বছর ধরে মেধাবী শিক্ষার্থী বেল্লালের দরিদ্র পরিবার তাদের জমিজমা বিক্রি করে দেশের বিভিন্ন জায়গায় ডাক্তার দেখিয়ে সুস্থ্য হতে না পেরে সর্বশেষ ঢাকা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক্স বিভাগের চেয়ারম্যান ডাঃ আবু জাফর চৌধুরী বিরুকে দেখান। তিনি বেল্লাল হোসেনকে পরীক্ষা নিরিক্ষা করে খুব দ্রæত তার কোমড়ের দু’পাশের মরা হাড়গুলো অপারেশন করে পরিস্কার করে টোটাল রিপ্লেসমেন্ট করতে বলেন। দ্রুত সময়ের মধ্যে অপারেশ করতে পারলে পূর্ণ সুস্থ্য হয়ে যাবে অন্যথায় চিরতরে পঙ্গুত্ব বরণ করার সম্ভাবনা রয়েছে। বেল্লালের এই অপারেশনে করাতে ৫ থেকে ৬ লক্ষ টাকার প্রয়োজন। যা তার গরীব ও অসহায় পরিবারের পক্ষে যোগার করা কোন ভাবেই সম্ভব না। তাই সমাজের বিত্তবান, চাকুরীজীবি, ব্যবসায়ী, প্রবাসীসহ সমাজের সকলের নিকট আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন বেল্লাল হোসেন ও তার পরিবার। মেধাবী শিক্ষার্থী বেল্লাল হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার স্বপ্ন ছিল পড়াশুনা শেষ করে চাকুরী করে আমার দরিদ্র পরিবারের সমস্যদের মুখে হাসি ফুটাবো। আমার সে স্বপ্ন আজ শেষের পথে। আমি বাঁচতে চাই। আমাকে আপনারা বাঁচান। চিকিৎসার জন্য আমার গরীব অসহায় পরিবারের পক্ষে এত টাকা ম্যানেজ করা কোন ভাবেই সম্ভব না। তাই আপনারা সকলে আমার চিকিৎসার জন্য একটু আর্থিক সহায়তা করেন। আমাকে সাহায্য পাঠানোর ঠিকানা- বেল্লাল হোসেন, বিকাশ (পার্সোনাল) ০১৭৯৬২৯৮৫২৩।