হলিবিডি প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নির্মাণাধীন আশুগঞ্জ তাপ বিদ্যুৎকেন্দ্রে কাজ করতে ৬ দেশের ৭০ জনের একটি বিশেষজ্ঞ দল আসার কথা। বর্তমানে করোনা আতঙ্কের মধ্যে এসব বিদেশিদের না আসার প্রস্তব দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয় চিঠি দেবে বলে জানা গেছে। আজ সোমবার (৯ মার্চ) বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপককে চিঠি দেবেন সিভিল সার্জন ডা. শাহ আলম।
রবিবার (৮ মার্চ) ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ে করোনা ভাইরাস সচেতনা বিষয়ক আলোচনা সভায় বিদেশি নাগরিকদের আসার বিষয়টি আলোচনা হয়। এখোনে জানানো হয়, বিদেশিরা ইতোমধ্যে বিদ্যুৎকেন্দ্রে কাজ করতে আসার সুযোগ চেয়ে জ্বালানি মন্ত্রণালয়ে চিঠি লিখেছেন। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভারত, থাইল্যান্ড, জার্মানি ও সিঙ্গাপুর থেকে এসব বিশেষজ্ঞদের আসার কথা।
এছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় করোনা আক্রান্ত রোগী পাওয়া গেলে উদ্বোধন না হওয়া বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা দেওয়ার বিষয়ে আলোচনা হয় ওই সভায়।
এদিকে, কারোনা আতঙ্কে জেলার কসবা সীমান্ত হাট আগামী দুই মাস বন্ধ রাখার প্রস্তুাব দেওয়া হয় ওই সভায়। এ বিষয়েও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে সিদ্ধান্ত না আসা পর্যন্ত বর্ডার হার্ট বন্ধ থাকবে।
সভা শেষে সিভিল সার্জন ডা. শাহ আলম সাংবাদিকদের বলেন, ‘আলোচনার বিষয়বস্তু বাস্তবায়নে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’