হলিবিডি প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভেটখালী এ করিম মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন প্রধান সড়কের ব্রীজটি অত্যান্ত ঝুঁকিপূর্ণ, যে কোন মুহুর্তে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা ।
বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীরা ঐ ঝুকিপূর্ণ ব্রীজ দিয়েই যাতায়াত করছে এবং চলাচল করছে যাত্রীবাহি বাস সহ অন্যান্য ভারী যানবাহন। অথচ সেখানাকার স্থানীয় জনপ্রতিনিধিদের চোখে পড়ছে না গুরুত্বপূর্ণ এই বিষয়টি।
এর আগে ব্রীজটি নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা জনপ্রতিনিধিরা ব্রীজটি সংস্কার করার জন্য গ্রহণ করেননি কোন প্রোয়োজনীয় পদক্ষেপ ।
বর্তমানে ব্রীজটি আরও বেশি ঝুঁকিপূর্ণ । যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা সৃষ্টি হতে পারে। হয়তো দূর্ঘটনা না ঘটা পর্যন্ত কেহ নজর দিবে না। যদি উক্ত ব্রীজের কারনে দূর্ঘটনার সৃষ্টি হয়, তাতে যদি প্রানহানী ঘটে, কে নিবে দায়ভার..? এমন প্রশ্ন স্থানীয় সাধারণ মানুষের।
এবিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য শ্যামনগর উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন সাধারণ মানুষ ।