সিলেট প্রতিনিধিঃ মেট্রোপলিটন পুলিশ সিনিয়র সহকারী পুলিশ কমিশনার জনাব মো: ইসমাইল পিপিএম-বার, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট এর নেতৃত্বে এসআই/শিপলু চৌধুরী, এসআই/যতন চন্দ্র পাল, এএসআই/মো: জালাল উদ্দিন ও সঙ্গীয় ফোর্সসহ দক্ষিণ সুরমা থানার জি,ডি নং-২১৭ তারিখ- ০৫/০৩/২০২০খ্রি: মূলে শাহপরাণ(রহ:) থানাধীন শাহাজালাল উপশহর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে ০৫/০৩/২০২০খ্রিঃ তারিখ রাত ২২:০৫ ঘটিকার সময় সাঈফ উদ্দিন পলাশ অপহরণকারী দক্ষিণ সুরমা থানার মামলা নং- ১০, তাং-১৩/০৩/২০১৫খ্রি: ধারা- ৩৬৪/৩৪ পেনাল কোড এবং জিআর-৪৩/১৫, দায়রা- ৬২৮/১৮ এর প্রধান আসামী মারুফ আহমদ অনিক (২৮), পিতা- আব্দুল্লাহ আল মাদানী, সাং- বহর, থানা- গোলাপগঞ্জ, জেলা- সিলেট, বর্তমানে- ব্লক-বি, রোড নং-১৬, বাসা নং-০৯, শাহজালাল উপশহর, থানা- শাহপরাণ(রহ:), জেলা- সিলেট কে গ্রেফতার করেন। সে দীর্ঘ সাড়ে পাঁচ বছর যাবত পলাতক ছিল। এখন পর্যন্তও সাঈফ উদ্দিন পলাশ কে উদ্ধার করা যায় নাই। উদ্ধার কার্যক্রম অব্যাহত আছে। বর্তমানে মামলাটি বিজ্ঞ অতিরিক্ত মহানগর দায়রা জজ, সিলেট আদালতে বিচারাধীন আছে।