সিলেট প্রতিনিধিঃ
সিলেটে পৃথক দুটি অভিযান চালিয়ে দুই চিহ্নিত চোরকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার মেজরটিলা ও কানাইঘাট থেকে চোরাইকৃত স্বর্ণালঙ্কারসহ তাদের গ্রেফতার করা হয়। ধৃতরা আপন ভাই ভাই। তারা হচ্ছে কিশোরগঞ্জ জেলার লতিবপুর গ্রামের তোতা মিয়ার ছেলে রুবেল (২৪) ও তার ভাই জুয়েল (২৮)।
গত মঙ্গলবার বিকেল ৪টায় খাদিমপাড়ার ৪ নং রোডের ১৬ নাম্বার বাসার তালা ভেঙ্গে অজ্ঞাতনামা চোরেরা আলমিরা থেকে স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মুল্য দুই লাখ ৪৮ হাজার টাকা। এ সময় বাসার লোকজন ঘরে ছিলেন না।
এ ঘটনায় বাসার মালিক শাহনেওয়াজ রশীদ চৌধুরী শাহপরাণ (রহ:) থানার মামলা দায়ের করেন। নং-০২, তারিখ-০৬/০৩/২০২০।
ঘটনাস্থলের পার্শ্ববর্তী সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা ও তথ্য প্রযুক্তির সহায়তায় সহকারী পুলিশ কমিশনার মাঈনুল আবছার এর তত্তাববধানে এবং অফিসার ইনচার্জ আব্দুল কাইয়ুম চৌধুরী নির্দেশনায় মামলার তদন্তে নামে একদল পুলিশ। এসআই রিপটন পুরকায়স্থ ঘটনার জড়িত থাকায় মোঃ রুবেলকে মেজরটিলা গ্রেফতার করেন।
পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে দেয়া তথ্য মতে রাতভর অভিযান পরিচালনা করে এর সাথে জড়িত তার বড় ভাই মোঃ জুয়েলকে তার শ্বশুড় বাড়ী কানাইঘাটের ছোটফৌদ এলাকা থেকে গ্রেফতার করা হয়।