হলিবিডি প্রতিনিধিঃ বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার জয়পুর গ্রামের খলিল শেখের ছেলে আব্দুল হামিদ শেখ(৫০) ও তার ছোট ভাই শেখ ওহিদুজ্জামান(৪৫)কে আজ দুপুরে একই এলাকার শেখ আজিজুলের পুত্র সোহাগ শেখের নের্তৃত্বে একদল সন্ত্রাসী মারপিট করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এসময় আব্দুল হামিদের একটি হাত ভেংঙ্গে যায়। স্থানীয়রা হামিদ শেখকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এ ব্যাপারে ফকিরহাট মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তার পারিবারিক সূত্র থেকে জানা গেছে।